৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


অদ্ভুত অতিথি

-

হিমালয় থেকে অতিথি এসেছে
শুধুই এনেছে ঠাণ্ডা,
ব্যস্ত হবার নেই কিছু আহাÑ
খায় না পরোটা-আণ্ডা!
মুখ নেই তার, বুক নেই তার
রয় না খাঁচায় বন্দী,
প্রতি বছর সে একবার এসে
করে হিম হিম সন্ধি!
দুঃখ ও সুখ নেই কিছু তার
ডর-ভয় নেই সত্যি,
ভয়ের গল্পে যেমন থাকে
নয় সে তেমন দত্যি!
ভূতও নয় সে, তবে অদ্ভুত
কারো বা বাড়ায় কষ্ট
বলতে পারো কি তার নামখানি
সময় না করে নষ্ট।
একটু বলছিÑ বাতাসে বেড়ায়
গরমের বিপরীত ;
ধুত্তুরি বোকা! এখনো বুঝনি
অতিথির নামÑ শীত!


আরো সংবাদ



premium cement