১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ আলেম শায়খ ইদ্রিস আল মুনাইসীর ইন্তেকাল

শায়খ ইদ্রিস আল মুনাইসী। - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ আলেম শায়খ ইদ্রিস আল মুনাইসী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওইয়ান্না ইলাইহি রাজিউন।

স্থানীয় সময় শনিবার মিসরের আলেকজান্দ্রিয়ায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

শায়খ ইদ্রিস আল মুনাইসী যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মেনোসোটার চ্যান্সেলর, হাইয়াতুল কিরাত আদদুয়ালিয়াহর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিশ্ববরেণ্য আলেম শায়খ ড. ওয়ালিদ আল মুনাইসীর বাবা।

শায়খ আল মুনাইসী জীবনের বড় একটা অংশ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কাটালেও তিনি মূলত মিসরীয় বংশোদ্ভূত। এজন্য অসুস্থ হলে বেশ কিছু দিন আগে তাকে জন্মভূমি মিসরে নিয়ে যাওয়া হয় এবং দেশটির আলেকজান্দ্রিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অব্স্থায় তিনি মারা যান।

আলেকজান্দ্রিয়ার ফ্লেমিং-এর আল-হুদা মসজিদে জোহরের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বুহাইরা গভর্নরেটের নাফরাহ গ্রামে ইজবেত মানিসিতে তার শেষ ইচ্ছা অনুসারে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়।


আরো সংবাদ



premium cement