২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


গাজীপুরে স্মার্ট বাংলাদেশ গঠনে মতবিনিময় সভা

-

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুল করিম।
জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গাজীপুরের সিভিল সার্জন ডা: মাহমুদা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: ওয়াহিদ হোসেন, জেলা তথ্য অফিসার মো: ওবায়দুল কবির মোল্লা, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুসহ বিভিন্ন দফতর ও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের মধ্য দিয়ে সুখী-সমৃদ্ধ-উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যুগোপযোগী বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ফলে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে তিনি সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন, যাতে যেকোনো একজন নাগরিক তার ভবিষ্যতের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। বক্তব্যে তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের এজেন্ডা অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ ও সর্বজনীন পেনশন স্কিমের ওপর দু’টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


আরো সংবাদ



premium cement