২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ - প্রতীকী ছবি

ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছে।

শনিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী-রাজশাহী (আইআর) সড়কের উপজেলার গোকুলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঈশ্বরদী পৌরসভার পিয়ারাখালী এলাকার নাজমুল হোসেনের ছেলে মিজানুর রহমান মিজান (১৫) ও রাজশাহীর বাঘা উপজেলার ব্যাঙগাড়ি এলাকার সোবাহান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে গোকুলনগরে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শরিফুল ইসলাম (৩৫) মারা যান এবং মিজানুর রহমান মিজান (১৫) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত সিয়াম হোসেন (১৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এবিএ মনিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে শরিফুল ইসলাম ও মিজানুর রহমান মিজান মারা গেছেন। সিয়াম হোসেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের লাশ আইনগত কার্যাদি শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে হিট স্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ভূমি সেক্টরে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে ভূমিমন্ত্রীর নির্দেশ বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

সকল