০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


রাবির ‘এ' ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ২৬.৬২

রাজশাহী বিশ্ববিদ্যালয়। - ছবি : নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কলা অনুষদভুক্ত ‘এ' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাশের হার গড়ে ২৬.৬২ শতাংশ। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে।

২ হাজার ১৯ জন পরীক্ষার্থী এবার এই ইউনিটের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। পরীক্ষার আটদিন পর ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ জুন) রাত ৯টায় ‘এ' ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো: ইলিয়াছ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সমন্বয়ক জানান, চার শিফটে অনুষ্ঠিত ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৩৬২ জন। প্রথম শিফটে পাশ করেছেন ৪ হাজার ৯৮০জন। পাশের হার ৩১.৯৬ শতাংশ যেখানে সর্বোচ্চ নম্বর ৮০.২৫। দ্বিতীয় শিফটে ৪ হাজার ৩০৯জন। পাশের হার ২৭.৫৪ শতাংশ যেখানে সর্বোচ্চ নম্বর ৮০.৫০। তৃতীয় শিফটে ৩ হাজার ৬১৬ জন। পাশের হার ২৩.১৮ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৭৩.৫০ এবং চতুর্থ শিফটে ৩ হাজার ৭২৩ জন। পাশের হার ২৩.৮০ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৭৬। সব মিলেয়ে চার শিফটে পাশের হার ২৬ দশমিক ৬২ শতাংশ।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা অনুষদভুক্ত 'বি' ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ছিল ৫০.৮২। এর আগে গত সোমবার (৫ জুন) বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি' ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছিল।


আরো সংবাদ



premium cement
সখীপুরে স্কুল খোলা থাকলেও নেই শিক্ষার্থী, প্রধান শিক্ষকের রুমে তালা বিজয়ের সেঞ্চুরিতে ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী বিদ্যুৎস্পৃষ্টে নয়, মা গলা টিপে হত্যা করেন শিশু মাইশাকে গরমে ঢাকার হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ, শিশু ওয়ার্ডে আসন সঙ্কট প্রকট এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া চৌগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ১ বিঘা জমির পানের বরজ সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চটেছেন সাকিব, চেপে ধরলেন ঘাড় টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচার বন্ধে কার্যক্রম শুরু যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস শিবপুরে গৃহবধূর আত্মহত্যা : স্বজনদের দাবি হত্যা, স্বামী আটক সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে ৬ তলা ভবন, আতঙ্ক

সকল