২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


রাবিতে হল সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন

-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে-ই-বাংলা হলের সংস্কারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছে হলটির আবাসিক শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হলের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।

আন্দোলনকারীরা হলের ড্রেন, শৌচাগারসহ হল পরিষ্কার, ওয়াই-ফাই, খাবারের মান বৃদ্ধি, খাবারে হল প্রশাসনের ভর্তুকি দেয়া, বেসিন বৃদ্ধি, হলের পেছনে বাল্ব দেয়া, হিটার বন্ধ না করার দাবি জানান।

আবাসিক শিক্ষার্থী ফিদেল মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী শাহিনুর, ইমরান, নাট্যকলা বিভাগের নাসির, ফাইন্যান্সের আবুল কালাম, চারুকলার মোস্তফা, ইতিহাসের আমিনুুল প্রমুখ।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ ড. পার্থ বিপ্লব রায় বলেন, হলে কর্মচারীর সংখ্যা কম। তারা কয়েকটি দায়িত্ব একসাথে পালন করছে। ফলে হলে ময়লা জমে থাকে। তবে হলের বিভিন্ন সমস্যা নিয়ে ভিসি-প্রোভিসির সাথে কথা বলেছি। শিগগিরই সমস্যার সমাধান করা হবে।


আরো সংবাদ



premium cement