০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


চেয়ারপারসন জেলে তাই জন্মদিনে ফুল নিলেন না ফারুক

-

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় নিজের ৭০তম জন্মদিনে নেতাকর্মীদের কাছ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করেননি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

রাজধানীর খিলক্ষেতে জয়নুল আবদিন ফারুকের বাসায় জিয়া নাগরিক ফোরাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ছাত্র ও যুব ফোরাম, জাতীয়তাবাদী স্বাধীনতা প্রজন্ম দল, জাতীয়তাবাদী তরুণ দল, জনতা দল, চালক দলসহ আরো বেশ কয়েকটি সংগঠন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গেলে ফুলের শুভেচ্ছা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ সময় শুভেচ্ছা জানাতে আসা লোকদের নিয়ে তিনি কারাবন্দী বেগম জিয়ার মুক্তির জন্য দোয়ার আয়োজন করেন।

দোয়া অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফারুক বলেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে রাজপথে নেমে আসতে তৃণমূল আজ ঐক্যবদ্ধ। তারা এখন কর্মসূচি চায়। তাই তৃণমূলের সমর্থনে দলের নীতিনির্ধারকরা যে কোনো কর্মসূচি দিলে তা শতভাগ সফল হবেই বলে দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি।

১৯৪৯ সালের ১০ ডিসেম্বর নোয়াখালীর সেনবাগ উপজেলায় জন্মগ্রহণ করেন জয়নুল আবদিন ফারুক। নোয়াখালী-২ ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য তিনি।

ধারাবাহিকভাবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ, ১৯৯৬ সালে (জুন মাসে) সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন ফারুক। নবম সংসদে তিনি বিরোধী দলের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ বেশ কয়েকটি দাবিতে ২০১১ সালে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয় সংসদে তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি। হরতালের প্রথম দিন সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে বিক্ষোভ চলাকালে পুলিশের হামলায় গুরুতর আহত হন ফারুক।


আরো সংবাদ



premium cement
ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা

সকল