০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


হিরো আলমকে কটাক্ষ করে যা বললেন তাসলিমা নাসরিন

তাসলিমা নাসরিন। - ছবি: সংগৃহীত

ভারতে নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে আলোচিত হিরো আলমকে কটাক্ষ করে একটি স্টাটাস দিয়েছেন। দেশের মিডিয়াগুলো হিরো আলমকে নিয়ে মেতে উঠেছে বলেও অভিযোগ করেন এই বিতর্কিত লেখিকা। এছাড়া বাংলাদেশের রাজনীতিকেও একহাত নিয়েছেন তিনি। এদেশের রাজনীতিকে ক্লাউন বা ভাঁড়ের সাথেও তুলনা করেছেন।

ইউটিউবে হিরো আলমের ভিডিওগুলোকে অত্যন্ত কুরুচিপূর্ণ, হাস্যকর এবং বিরক্তিকর জিনিস বলে উল্লেখ করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সোমবার এক স্টাটাসে এসব কথা বলেন তিনি।

পাঠকদের জন্য তাসলিমা নাসরিনের স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো...

‘বাংলাদেশের মিডিয়াগুলো হিরো আলম নিয়ে পড়েছে। পাগলের মতো তার সাক্ষাতকার নিচ্ছে সবাই। বাজারের জনপ্রিয় গানের সংগে লিপ মিলিয়ে ভাড়া করা 'অভিনেত্রী'র সঙ্গে তার যে নাচানাচির ভিডিও ইউটিউবে আছে, সেগুলো অত্যন্ত কুরুচিপূর্ণ, হাস্যকর এবং বিরক্তিকর জিনিস। সেগুলোর দর্শক বাংলাদেশের লক্ষ লক্ষ লোক। মানুষের ''ভালোবাসা'' পেয়ে হিরো আলম এখন ভোটে দাঁড়াচ্ছেন। একসময় মন্ত্রী হবেন। হয়তো প্রধানমন্ত্রীও হবেন। আসলে হিরো আলম বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত লোক। দেশটাও হিরো আলমের উপযুক্ত হয়ে উঠেছে এতদিনে।

হিরো আলমকে নিয়ে তাসলিমা নাসরিনের স্টাটাস।

গরিব থেকে ধনী হলে, বা স্ট্রাগল করে বড় হলে বা সোজা সরল হলেই কি ভোটে দাঁড়ানোর যোগ্য হয় কেউ? লোকে বলে হয়। দূর্নীতিগ্রস্ত আর কুটিল জটিল রাজনীতিক দেখতে দেখতে মানুষ এখন সাদাসিধে কাউকে দেখলেই তাকে দেশ শাসনের ভার দিতে চায়। সাদাসিধে আর সৎ হলেই যে ভালো রাজনীতিক হওয়া সম্ভব তা তো নয়। রাজনীতির জগতটাকে একটা সার্কাস বানিয়ে ফেলেছে দেশটা। বাংলাদেশের সংসদে তো কম ক্লাউন নেই। হিরো আলম নামে নতুন এক ক্লাউনের নিশ্চয়ই ওখানে জায়গা হবে।’


আরো সংবাদ



premium cement
গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ আশুলিয়ায় ৫ টাকার উন্মুক্ত কবরস্থান উদ্বোধন গাবতলী বাস টার্মিনাল হবে মাল্টিমোডাল স্টেশন রাবিতে ছাত্রদল নেতাকে হলরুমে আটকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে খুলনার পিপির আইন পেশা পরিচালনার ওপর এক মাসের নিষেধাজ্ঞা

সকল