০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ক্রাইমিয়ার বাঁধ ধ্বংস দক্ষিণ ইউক্রেনে বন্যা

বাঁধটি ধ্বংসের জন্য মস্কো-কিয়েভ একে অপরকে দোষারোপ করছে
ক্রাইমিয়ায় ধ্বংস হওয়া বাঁধ : ইন্টারনেট -

দক্ষিণ ইউক্রেনে বড়সড় একটি বাঁধ উড়িয়ে দিয়ে আশপাশের বিস্তৃত এলাকায় বন্যা সৃষ্টির জন্য একে অপরকে দায় দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। এর পাশাপাশি মঙ্গলবার মস্কো বলেছে, তারা পূর্বাঞ্চলীয় দনেস্কে ইউক্রেনের আরেকটি আক্রমণ প্রতিহত করে শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়সাধন করেছে।
রাশিয়া রাতভর কিয়েভে আরেক দফা বিমান হামলাও চালিয়েছে; ইউক্রেন বলছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা রাজধানীর দিকে ধেয়ে আসা ২০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া একাধিক ভিডিওতে নোভা কাখোভকা বাঁধের চার পাশে তুমুল বিস্ফোরণ এবং পরবর্তীতে তুমুল গতিতে বাঁধের পানিকে বের হতে দেখা গেছে; এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
৩০ মিটার উঁচু, ৩ দশমিক ২ কিলামিটার দীর্ঘ এই বাঁধটি ১৯৫৬ সালে নিপ্রো নদীর ওপর বানানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের উটাহতে অবস্থিত গ্রেইট সল্ট লেকের সমপরিমাণ পানি এটি ধরে রাখতে পারত, এটি ২০১৪ সালে রাশিয়ার দখলে যাওয়া ক্রাইমিয়া ও গত বছর মস্কোর অভিযান শুরুর পর ইউক্রেনের হাতছাড়া হওয়া জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে পানি সরবরাহ করত।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাউথ কমান্ড বলছে, রুশ বাহিনী সোভিয়েত আমাল বানানো বাঁধটি উড়িয়ে দিয়েছে। ফেসবুকে বলেছে তারা ‘ক্ষয়ক্ষতির মাত্রা, পানির আয়তন ও গতি এবং কোন কোন এলাকা ডুবতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
অন্য দিকে রুশ বার্তা সংস্থাগুলো বলছে, গোলার আঘাতে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা নোভা কাখোভকার মেয়র এ ঘটনাকে ‘সন্ত্রাসী কাজ’ বলে অভিহিত করেছেন। ইউক্রেনের হামলাকে মস্কো সাধারণত এ শব্দবন্ধ দিয়েই ব্যাখ্যা করে। বাঁধের পানি জাপোরিঝিয়া কেন্দ্রের জন্য ‘বিপজ্জনক’ হবে না বলে আশ্বস্ত করেছেন সেখানকার মস্কোপন্থী এক কর্মকর্তা। খেরসনে রাশিয়ার নিয়োগ দেয়া শীর্ষ কর্মকর্তা বলেছেন, বাঁধের আশপাশের এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেয়া শুরু হয়েছে। পানি কয়েক ঘণ্টার মধ্যে বিপজ্জনক অবস্থায় গিয়ে পৌঁছাবে। এসব তথ্যের কিছুই যাচাই করতে পারেনি রয়টার্স।
ইউক্রেনজুড়ে এখন যেসব লড়াই হচ্ছে, তা বহুল প্রত্যাশিত ইউক্রেনের পাল্টা-আক্রমণের শুরু কি না তাও নিশ্চিত হতে পারেনি তারা। মঙ্গলবার টুইটারে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি ওলেকসি দানিলভ বলেছেন, নোভা কাখোভকা বাঁধ উড়িয়ে দেয়ার ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জরুরি বৈঠক ডেকেছেন। ইউক্রেনের কর্মকর্তারা এখন পর্যন্ত তাদের বিস্তৃত, পাল্টা-আক্রমণ প্রসঙ্গে কোনো মন্তব্য না করলেও সোমবার রাতের ভাষণে জেলেনস্কি দোনেৎস্কের বাখমুতে কিয়েভ বাহিনীর সাফল্য এবং ‘এত দিন যে সংবাদের অপেক্ষায় ছিলেন’ তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।


আরো সংবাদ



premium cement
ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা

সকল