০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারক

-

পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি আয়েশা এ মালিক। তিনি আগামীকাল সোমবার থেকে দায়িত্বভার গ্রহণ করবেন। পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারক বিচারপতি গুলজার আহমেদের অধীনে তিনি কাজ করবেন।
দেশটিতে বিচারক নিয়োগের ক্ষেত্রে সংসদীয় কমিটির বেশির ভাগ সদস্যের সম্মতির প্রয়োজন হয়। তিন দিন আগে, সংসদীয় কমিটির সবার সম্মতিতে দেশটির সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে বিচারপতি আয়েশা এ মালিককে নিয়োগ দেয়া হয়। যদিও জ্যেষ্ঠতার ক্ষেত্রে আয়েশা মালিকের অবস্থান চার নম্বরে।
সংসদীয় কমিটির একজন সদস্য জানান, নারী হওয়ার কারণেই বিচারপতি আয়েশা এ মালিককে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিচারপতি আয়েশা এ মালিক ২০৩১ সাল পর্যন্ত দেশটির সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে কর্মরত থাকবেন।

 


আরো সংবাদ



premium cement