০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ইরাকে উমাইয়া যুগের মসজিদের সন্ধান

-

ইরাকের দক্ষিণের জি কার প্রদেশের আল-রাফায়ি শহরে প্রত্যতাত্ত্বিকরা মাটি খুঁড়ে বের করেছেন উমাইয়া খেলাফতকালীন এক মসজিদ। ব্রিটিশ মিউজিয়ামের এক প্রত্যতাত্ত্বিক দল স্থানীয় প্রত্যতাত্ত্বিকদের সহায়তা নিয়ে এই খননকাজ করে। মসজিদটির প্রস্থ ৮ মিটার (২৬ ফুট) ও দৈর্ঘ্য ৫ মিটার (১৬ ফুট)। মোট ২৫ জন মুসল্লি একত্রে এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন বলে খননের সাথে জড়িত প্রত্যতাত্ত্বিক দল জানায়।
প্রত্যতাত্ত্বিকরা বলছেন, মসজিদটি ৬০ হিজরি তথা ৬৭৯ খ্রিষ্টাব্দে নির্মাণ করা হয়েছিল। মাটির তৈরি মসজিদটি কালের প্রবাহে পানি ও বাতাসের সংস্পর্শে ক্ষয়ে গেছে। প্রদেশের প্রত্যতাত্ত্বিক খনন বিভাগের প্রধান আলী শালকম মসজিদটির আবিষ্কারকে ‘গুরুত্বপূর্ণ ও বৃহৎ ঘটনা’ বলে উল্লেখ করেন।
তিনি জানান, ইসলামের প্রাথমিক যুগের মাটির নির্মিত এই মসজিদটি প্রাকৃতিক কারণে ক্ষয়ে যাওয়ায় এর থেকে বেশি কোনো তথ্য পাওয়া সম্ভব নয়। ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সিকে তিনি বলেন, ‘আমরা এর সম্পর্কে খুব কম তথ্য পেয়েছি- যা প্রকাশ করছে, স্থাপনাটি ইসলামের সূচনালগ্নের।’


আরো সংবাদ



premium cement