০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বে করোনার চেয়ে অন্য রোগে মৃত্যু ১২ গুণ

-

বিশ্বে প্রতিদিন নানা রোগে লাখ লাখ মানুষ মারা যায়। সেই সংখ্যাটা করোনার মৃত্যুর চেয়ে অন্তত ১২ গুণ বেশি। তবু করোনা আতঙ্কে সারা বিশ্ব অচল। স্থবির ব্যবসা-বাণিজ্য, উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা। বলা হচ্ছে, করোনা আতঙ্কই এখন বড় মহামারী। ভয়াবহ এই আতঙ্কজনক পরিস্থিতি মূলত করোনাভাইরাসের কোনো ওষুধ কিংবা ভ্যাকসিন এখনো আবিষ্কার না হওয়া।
এক পরিসংখ্যানে দেখা গেছে, গত তিন মাসে বিশ্বে প্রায় অর্ধকোটি মানুষ মারা গেছে ক্যানসার, সর্দি-কাশি, ম্যালেরিয়া, এইডস, ধূমপান, মদ্যপান ইত্যাদি নানা কারণে। গত তিন মাসে বিশ্বে মানুষের মৃত্যুর জরিপ অনুযায়ী, এ সময়ে করোনায় মারা গেছে ৩ লাখ ১৪ হাজার ৬৮৭ জন। আর শুধু ক্যান্সারেই এই তিন মাসে মারা গেছে ১১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। অন্যান্য রোগের মধ্যে সাধারণ ঠাণ্ডা ও সর্দি-কাশিতে মৃত্যু ৩ লাখ ৬৯ হাজার ৬০২, ম্যালেরিয়ায় ৩ লাখ ৪০ হাজার ৫৮৪, এইডসে ২ লাখ ৪০ হাজার ৯৫০, মদপানে সাড়ে ৫ লাখ এবং ধূমপানে ৮ লাখ ১৬ হাজারের বেশি মৃত্যু হয়েছে তিন মাসে।
অন্যান্য ডায়াবেটিস, কিডনি, হার্টঅ্যাটাক, স্ট্রোকসহ আরো নানা রোগে মৃত্যু তো রয়েছেই।

 


আরো সংবাদ



premium cement