০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা আরো বেশ কিছুদিন থাকবে : জেনারেল ফ্রাঙ্ক

-

ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ঠিক কত দিন থাকতে হবে তা এখনো বোঝা না গেলেও মনে হচ্ছে থাকতেই হবে। গত আট মাসে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেখানে মোতায়েনকৃত সেনার এক-তৃতীয়াংশ।
বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে চাপ ও ইরানের সাথে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কার কারণেই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন বৃদ্ধি করতে হচ্ছে।
এ দিকে পেন্টাগন দুই লাখ মার্কিন সেনাকে ইন্দো-প্যাসিফিক কমান্ডের অধীনে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের ১৩ লাখ সেনার মধ্যে এক লাখ ৭০ হাজার সেনা বিভিন্ন দেশে মোতায়েন রয়েছে। পেন্টাগনের প্রস্তাবে অন্তত ৮৩ হাজার মার্কিন সেনা ইউএস সেন্ট্রাল কমান্ডের অধীনে নিতে বলা হয়েছে।
অন্য দিকে মার্কিন সামরিক বাহিনীর বরাদ্দ হ্রাস পাওয়ার পর এখন নতুন করে সেনা মোতায়েনের জন্য বাড়তি বরাদ্দ চেয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংসদীয় কমিটি গত ১৬ প্রতিরক্ষামন্ত্রী মাইক এসপারের কাছে চিঠি দিয়েছে।


আরো সংবাদ



premium cement