Naya Diganta

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে ভিক্ষুদের বিক্ষোভ

মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন গণতন্ত্রপন্থী বৌদ্ধ ভিক্ষুরা। গতকাল শনিবার মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। চলতি বছরের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করেছিল মিয়ানমারের সামরিক বাহিনী। সে সময় তারা সু চির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছিল এবং সু চিসহ দেশটির প্রেসিডেন্টকে বন্দী করেছিল। তবে জালিয়াতির অভিযোগ উড়িয়ে দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন।
অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে প্রতিবাদের মুখোমুখি হচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুরাও জান্তা সরকার এবং গণতন্ত্র নিয়ে বিভক্ত হয়ে পড়েছে। মান্দালয়ে হাতে পতাকা এবং ব্যানার নিয়ে কয়েক ডজন ভিক্ষু বিক্ষোভ প্রদর্শন করেছেন।
আন্দোলনকারীদের একজন নেতা এএফপিকে বলেন, যেসব ভিক্ষু সত্যকে ভালোবাসে তারাই জনগণের পাশে আছে। বিক্ষোভে ভিক্ষুরা মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির মুক্তি চান। আন্দোলনে অংশ নেয়া ৩৫ বছর বয়সী একজন ভিক্ষু বলেন, আমাদের ঝুঁকি নিতে হবে। আমরা আমাদের রাজ্যে আর নিরাপদ নই। ২০০৭ সালেও জ্বালানির দাম বাড়ায় মিয়ানমারের তৎকালীন জান্তা সরকারের বিরুদ্ধে হওয়া তীব্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বৌদ্ধ ভিক্ষুরা।