Naya Diganta

ঈদ বাজারে অপো এফ১৯ প্রো এর নতুন সংস্করণ

ঈদে আপনজনের সাথে মুহূর্তগুলো আরো আনন্দময় করতে অপো নিয়ে এসেছে জনপ্রিয় এফ১৯ প্রো এর ঈদ সংস্করণ। শাওয়াল মাসের চাঁদের রঙের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে বাজারে ক্রিস্টাল সিলভার কালারের ফোনটি নিয়ে এসেছে অপো। ফোনটির এআই কালার পোর্ট্রেট ভিডিও মোড-এর সাথে রয়েছে ডুয়েল ভিউ ভিডিও ফিচার। এটি মনোক্রমে ব্যাকগ্রাউন্ড প্রদর্শনের সময় ন্যাচারাল কালারে সাবজেক্ট ম্যাটার ঠিক রাখে। ব্যবহারকারী একই সাথে ফোনটির রিয়্যার এবং ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে পারবেন। পুরো ক্যামেরা দুই ভাগে ভাগ হয়ে একাংশে ফ্রন্ট এবং অন্য অংশে রিয়্যার ক্যামেরায় ভিডিও দেখা যাবে। ৩২ মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি-শুটার দিয়ে দারুণ সব সেলফি তোলা যাবে। এটি দিয়ে যেকোনো আলোতে চমৎকার সব ছবি ক্যাপচার করা যাবে। ৪৩১০ এমএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ৩০ ওয়াট দ্রুত চার্জিং ভুক চার্জার। মিডিয়া টেক হেলিও পি৯৫ প্রসেসর সম্পন্ন ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম। কালারওএস ১১.১ ইউজার ইন্টারফেস সমর্থিত এফ১৯ প্রো ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। ফোনটির বাজার মূল্য ২৮,৯৯০ টাকা।