০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


‘এখন কেউ গান শোনে? সবাই গান দেখে’

‘এখন কেউ গান শোনে? সবাই গান দেখে’ - ছবি- সংগৃহীত

বর্তমান সময়ে মানুষ বেশি পড়তে চায় না। এমন কি শুনতেও নয়। সবকিছু দেখতে চায়! আসলেও কি তাই? এর উত্তর হ্যাঁ-না যাইহোক; এবার ঈদুল আজহা উপলক্ষে জিয়াউল ফারুক অপূর্ব অভিনিত বিশেষ নাটক শোকসভায় একটি ডায়লগ হচ্ছে, ‘এখন কেউ গান শোনে? সবাই গান দেখে’।

নাটকটি সোশ্যাল মিডিয়া- ইউটিউবে শনিবার প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে ইউটিউবে নাটকটিতে প্রায় ৮৫ হাজার হিট হয়েছে।

রোববার সকালে শোকসভা ইউটিউবে মুক্তির বিষয়টি নিজের ভেরিফায়ড পেইজে নিশ্চিত করেছেন অপূর্ব। নাটকটির একটি পোস্টার পোস্ট করে ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘এখন কেউ গান শোনে? সবাই গান দেখে। নাটক : শোকসভা।’

নাটকে দেখানো হয়েছে, ঈদের শেষে অভিনেতা অপূর্বসহ কয়েক বন্ধু মিলে গ্রামের বাড়ি থেকে প্রাইভেট গাড়িতে ঢাকায় ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় অভিনেতা অপূর্ব মারা যান। তবে নাটকে তার শৌখিন আহমেদ। তিনি একজন ভালো কণ্ঠশিল্পী ছিলেন। তার মৃত্যুতে ঢাকায় একটি শোকসভা করা হয়। সেখানে বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে মিথ্যা রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন। আর এসময় বক্তারা শৌখিনের চেহারা দেখে ভয় পেয়ে যান। অপূর্ব দূর থেকে বক্তাদের মিথ্যা কথার প্রতিবাদ জানান। ফলে দ্রুতই ডায়াস থেকে সরতে থাকেন বক্তারা। কিন্তু একমাত্র মা বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। শেষ পর্যন্ত কোনো কথা না বলেই চলে যান তিনি। এই শোকসভা কেন্দ্র করেই পুরো নাটকটি নির্মিত হয়েছে।22

আর শৌখিনের স্ত্রী শোকসভা অনুষ্ঠানের আগেই অন্য এক বড়লোক ব্যবসায়ীকে বিয়ে করে সংসার শুরু করেছেন। ফলে সঠিক সময় শোকসভাতে উপস্থিত হতেও পারেননি তিনি।

ইশতিয়াক অয়নের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। নাটকটিতে অভিনেতা অপূর্বকে দেখা গেছে একজন গায়ক হিসেবে। এছাড় রাশেদ মামুন অপু অভিনয় করেছেন মিউজিক ইন্ডাস্ট্রির নেতা হিসেবে, তাসনিয়া ফারিনকে দেখা যায় অপূর্বর প্রেমিকা হিসেবে। শোকসভার উপস্থাপকের ভূমিকায় ছিলেন মৌসুমী। এছাড়াও ফরহাদ লিমনসহ আরো অনেককে দেখা গেছে এতে অভিনয় করতে।

করোনাকালে চলতি বছরের ১ থেকে ৩ জুন পর্যন্ত নাটকটির টানা তিন দিন রাজধানীর উত্তরা, মিরপুর ডিওএইচএস, রাজধানী উচ্চ বিদ্যালয় মিলনায়তনসহ বেশকিছু স্পটে নাটকটির শুটিং হয়েছে বলে শোকসভার পরিচালক জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement