০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


জামালপুরে পুলিশসহ আরো ১৩ জন করোনায় আক্রান্ত

জামালপুরে পুলিশসহ আরো ১৩ জন করোনায় আক্রান্ত -

জামালপুরে একদিনে নতুন করে আরো ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মৎস্য কর্মকর্তা, পুলিশের দু’জন এসআই, একজন নারী  পোশাককর্মী, ক্যান্সারে আক্রান্ত এক নারী ও একজন নারী পরিচ্ছন্নকর্মী রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে জেলার ইসলামপুর উপজেলায় পাঁচজন, মাদারগঞ্জ উপজেলায় তিনজন, মেলান্দহ উপজেলায় দুইজন ও সরিষাবাড়ী উপজেলায় দুইজন ও সদর উপজেলায় একজন। এ নিয়ে জামালপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩৫ জনে।

এদিকে জামালপুরে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৪৫ জন এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে চারজন। রোববার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে জামালপুর স্বাস্থ্য বিভাগ।

নতুন আক্রান্তদের মধ্যে পুলিশে সদ্য নিয়োগ পাওয়া দু’জন এসআই রয়েছেন। দু’জনের মধ্যে সরিষাবাড়ী উপজেলায় বাড়ি একজনের বয়স ২৫ বছর ও  মেলান্দহ উপজেলায় বাড়ি অপরজনের বয়স ২৪ বছর। এই দু’জনসহ ২৯ জনের একটি ব্যাচ বর্তমানে জামালপুর পুলিশ লাইনে অবস্থান করছেন। আগামী ১৩ জুন সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে যাওয়ার কথা রয়েছে তাদের। তাদের সবার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠালে এই দু’জনের করোনা পজিটিভ আসে।   

একই দিনে করোনা শনাক্ত হওয়া অন্য পাঁচজনের মধ্যে মাদারগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা (৩৫), একই উপজেলার উত্তর জোরখালি গ্রামের একজন বৃদ্ধা (৬৮) ও গুনারিতলা গ্রামের এক যুবক (২৪),  মেলান্দহ উপজেলার কুলিয়ায় ক্যান্সারে আক্রান্ত এক নারী (৪০), সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামে বুধবার (৩ জুন)  করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া একজন পোশাককর্মীর ১৫ বছর বয়সের নিকটাত্মীয় এক ছেলে করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও করোনভাইরাসে আক্রান্ত হয়েছে সদর উপজেলার এক ব্যক্তি।

জামালপুরের সিভিল সার্জন ডাক্তার প্রণয় কান্তি দাস সাংবাদিকদের জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শনিবার (৬ জুন) জামালপুরের ৯৯টি নমুনা পরীক্ষায় জামালপুর জেলার পাঁচ উপজেলায় ১৩ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ আসে। জামালপুর সদর উপজেলায় নতুন আক্রান্ত এক ব্যক্তিকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। নতুন আক্রান্তদের শরীরে করোনার উপসর্গের তীব্রতা বিবেচনায় আলাদা করে তাদেরকে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
হিজবুল্লাহর হামলা প্রতিরোধে ব্যর্থতা স্বীকার করল ইসরাইল ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম মহামারী মোকাবেলায় উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য : প্রধানমন্ত্রী আমের বোঁটায় বিস্ময়কর মুকুল বাংলাদেশ ১০টির মতো এয়ারবাস কিনতে চায় : বিমানমন্ত্রী প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ হজযাত্রীদের জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে ভ্রমণ নিষিদ্ধ : সৌদি মন্ত্রণালয় ব্রাহ্মণবাড়িয়া জামায়াত আমিরসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা ভালুকায় ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ২ বৃষ্টিতে সম্পূর্ণ নিভেছে সুন্দরবনের আগুন ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, আটক ৩

সকল