২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

স্কুলছাত্রীকে উত্যক্ত-শ্লীলতাহানীর চেষ্টা ছাত্রলীগ নেতার

-

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক তরুণীকে কু-প্রস্তাব দিয়ে শ্লীলতাহানী ও উত্যক্ত করার অভিযোগে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে থানায় মামলাটি নথিভুক্ত হয়। তবে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। 

মামলা সূত্রে জানা গেছে, পৌর এলাকার ধামদী গ্রামের বাসিন্দা মেয়েটি আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেবে। গেল বছর দুই বিষয়ে অকৃতকার্য হওয়ায় এ বছর ফের পরীক্ষায় বসবে সে। চরনিখলা এলাকার একটি ভাড়া বাসায় থেকে মেয়েটি পড়ালেখা চালিয়ে যাচ্ছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনের একটি দোকানে সে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে। গত বুধবার ছাত্রীটি কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসে যাওয়ার জন্য ঈশ্বরগঞ্জ খেলার মাঠ এলাকায় যেতেই ইমরান হাসান সিজান ছাত্রীটিকে কুপ্রস্তাবসহ শ্লীলতাহানীর চেষ্টা চালায়। সিজান ধামদী গ্রামের শামছুল্লাহ নান্টুর ছেলে। তিনি পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওই সময় ছাত্রীটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে সহযোগীদের নিয়ে পালিয়ে যায় সিজান। ওই অবস্থায় ছাত্রীটির মা তার মেয়েকে নিয়ে গ্রামের বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। ঘটনার দিনে বিকেলে সিজান ওই ছাত্রীর বাড়ির সামনে গিয়ে ঘোরাফেরা করতে থাকে। এসময় ওই ছাত্রীর গোষ্ঠির লোকজন উত্ত্যক্তের কারণ জিজ্ঞাস করলে সিজান ক্ষুব্ধ হয়ে তার প্রস্তাবে রাজি না হলে ছাত্রীটির পরিবারের সবাইকে গুলি করে হত্যা ও ছাত্রীটিকে এসিড দিয়ে ঝলসানোর হুমকি দেয়।

বিষয়টি নিয়ে ওই ছাত্রীর মা বাদি হয়ে ছাত্রলীগ নেতা ইমরান হাসান সিজানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগটি শনিবার সকালে মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন বলেন, ওই ছাত্রীকে শ্লীলতাহানী ও উত্ত্যক্তের অভিযোগ মামলা নথিভুক্ত হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
রাজধানীর জুড়ে ইসতিসকার নামাজ আদায় নাগরপুরে তীব্র তাপদাহে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে উপজেলা নির্বাচন : নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের যে শর্তের কথা জানালেন রিজভী গুচ্ছের বিজ্ঞান বিভাগে সারাদেশে শিক্ষার্থীদের উপস্থিতি ৯০ শতাংশ গাজায় ছড়াতে পারে মহামারি নারায়ণগঞ্জে ৭ খুন : বিচার কোন পর্যায়ে? মৌলভীবাজারে কালবৈশাখীর তাণ্ডব, খোলা আকাশের নিচে অনেক পরিবার গুচ্ছ ভর্তি পরীক্ষা : জবিতে মোট উপস্থিতি ৮৩ শতাংশ ব্যস্ত শহর বগুড়া ফাঁকা : বৃষ্টির জন্য নামাজ আদায় অব্যাহত ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সমৃদ্ধ জনপদে পরিণত করবো : ড. শফিকুল ইসলাম মাসুদ কক্সবাজার সমুদ্র সৈকতে হিট স্ট্রোকে পর্যটকের মৃত্যু

সকল