০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


কার্ড দেয়ার লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করলেন ইউপি সদস্য

-

মানিকগঞ্জের সাটুরিয়ায় মো: দেলোয়ার হোসাইন নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভিজিএফ কার্ড পাইয়ে দেয়ার নামে স্বামীর অনুপস্থিতিতে রাতে গৃহবধূর বসতঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন ইউনিয়ন পরিষদ সদস্য দেলোয়ার হোসাইন। জানা গেছে, ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় মাতব্বরেরা। এ দিকে ধর্ষণের ঘটনা টের পেয়ে ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করে বেঁধে রাখে প্রতিবেশীরা। আর্থিক সুবিধা নিয়ে বিচারের নামে স্থানীয় মাতব্বরেরা তাকে কৌশলে ছাড়িয়ে নিয়ে যান।
গত মঙ্গলবার রাতে উপজেলার বরাইদ ইউনিয়নে সাভার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় মাতব্বরদের হুমকিতে থানা পুলিশের কাছে যেতে সাহস পাচ্ছেন না ওই ভুক্তভুগী পরিবার।
জানা যায়, উপজেলার বরাইদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো: দেলোয়ার হোসাইন গত মঙ্গলবার রাতে স্থানীয় এক গৃহবধূকে মোবাইল ফোনে জানায়, তার নামে সরকারি একটি ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। রাতেই কার্ডটি পৌঁছে দিতে ওই মেম্বার বাডিতে আসতে চায়। গৃহবধূ বলেন রাতেই দেয়া দরকার কি সকালে দিয়েন। মেম্বার মো: দেলোয়ার হোসাইন অতি আগ্রহী হয়ে কার্ড পৌঁছে দিতে গিয়ে ওই গৃহবধূকে ঝাপটে ধরে ধর্ষণ করে। ধস্তাধস্তিতে ঘটনা টের পেয়ে প্রতিবেশীরা মেম্বারকে আটক কের বেঁধে রাখে। খবর পেয়ে স্থানীয় মাতব্বর আবদুল বেপারী, বাবুল হোসেনসহ কয়েকজন উপস্থিত হয়ে ধর্ষকের কাছ থেকে আর্থিক সুবিধা আদায় করে। এরপর বিচার পাইয়ে দেয়ার নামে আটক করা ধর্ষককে ছাড়িয়ে নিয়ে যায়।
ওই গৃহবধূর দেবর জানান, মাতাব্বররা আমাদের কে থানা পুলিশে যেতে বারণ করেছেন। তারা ন্যায্য বিচার করে দেবে বলে গেছে। থানা পুলিশে গেলে আমাদের ক্ষতি হবে বলে শাসিয়েছেন।
আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ অস্বীকার করে আবদুল বেপারী জানান, সামাজিকতা রক্ষায় বিষয়টি স্থানীয়ভাবে উভয়পক্ষের আত্মসম্মান রক্ষা করা হয়েছে। মেম্বারকে রাতেই শাসিয়ে দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement