১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ভারতে তৃতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গে অশান্তি

-

ভারতে চলমান লোকসভা নির্বাচনে মঙ্গলবার তৃতীয় দফায় ৯৩টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে। ভোট হওয়ার কথা ছিল ৯৪টি আসনে; কিন্তু সুরাটে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। অন্য দিকে মধ্যপ্রদেশের বেতুলে দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা ছিল; কিন্তু সেখানে বিএসপি প্রার্থীর মৃত্যুর পর সেখানে তৃতীয় দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। অন্য দিকে কাশ্মিরের অনন্তনাগ-রাজৌরির ভোট গ্রহণ পিছিয়ে দেয় কমিশন। ডয়েচে ভেলে।
মঙ্গলবার যে ৯৩ আসনে ভোট হচ্ছে, সেখানে বিজেপি খুবই শক্তিশালী। গতবার এই ৯৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৭২টি। গুজরাটের সব আসনে জিতেছিল বিজেপি। সেই গুজরাটে মঙ্গলবার ভোট হয়েছে। এ ছাড়া মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্নাটক, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, গোয়া, ছত্তিশগড়, মহারাষ্ট্র, দমন-দিউ, দাদরা নগর হাভেলিতে ভোট হয়েছে।
পশ্চিমবঙ্গের চারটি আসন মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ দক্ষিণ ও মালদহ উত্তরে ভোট হয়েছে। দেশের বাকি রাজ্যে ভোট শান্তিতে হলেও পশ্চিমবঙ্গের ভোট সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে। মুর্শিদাবাদে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। হরিহরপাড়ায় কংগ্রেস সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয়েছে বলে অভিযোগ ঊঠেছে। জঙ্গিপুরে বিজেপি প্রার্থীর সাথে পুলিশের বচসা হয়েছে। মালদহে বিজেপি এজেন্টকে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

 


আরো সংবাদ



premium cement