১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপির দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বাদ জুমা জলেশ্বরীতলা নূর জামে মসজিদে দোয়া মাহফিল করে বগুড়া জেলা বিএনপি: নয়া দিগন্ত -

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বাদ জুমা বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির আয়োজনে শহরের জলেশ^রীতলা নূর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মো: সিরাজ, চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, যুগ্ম সম্পাদক মহিন উদ্দিন রাজু, করিম প্রধান রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁন, শহর কমিটির আহ্বায়ক মাহবুবর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, কে এম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, সহিদ-উন নবী সালাম, তৌহিদুল আলম মামুন, যুবদলের জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, পৌর কাউন্সিলর এনামুল হক সুমনসহ সর্বস্তরের মুসল্লিবৃন্দ। এ দিকে নামাজের আগে দেয়া বক্তব্যে সংসদ সদস্য গোলাম মো: সিরাজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মুসল্লিদের নিকট দোয়া কামনা করেন এবং নূর মসজিদের বহুতল ভবন নির্মাণকল্পে আর্থিক অনুদান ঘোষণা করেন।
অপর দিকে দুর্গাপূজা উপলক্ষে বগুড়া সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেছেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মো: সিরাজ। গত বৃহস্পতিবার রাতে বগুড়া সদরের দত্তবাড়ি, সাবগ্রাম ও চেলোপাড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছে অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতা।


আরো সংবাদ



premium cement
নাঙ্গলকোটে বিয়ের দাবিতে প্রেমিকা তরুণীর অনশন, পলাতক প্রেমিক চার উইকেট নেই জিম্বাবুয়ের বরিশাল অঞ্চল জামায়াতের উপজেলা আমির সম্মেলন অনুষ্ঠিত তারা আহম্মকের স্বর্গে বাস করেন : শাহজাহান খান অসাম্প্রদায়িকতার প্রতীক পহেলা বৈশাখ আমাদের মূল চালিকাশক্তি : পররাষ্ট্রমন্ত্রী রাণীনগরে নদীতে ডুবে জেলের মৃত্যু ভোটের অধিকার কেড়ে নেয়ায় জনগণের আদালতে আ’লীগের বিচার হবে: জোনায়েদ সাকি হঠাৎ বেসামাল বাংলাদেশ, গুটিয়ে গেল অল্পতেই মারাত্মক বিপর্যয়ে বাংলাদেশ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করলে দেশের সেবায় নিয়োজিত হব : ড. খন্দকার মোশাররফ এবার খুব ভালো ভোট পড়েছে তা বলব না : ওবায়দুল কাদের

সকল