০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


মানিলন্ডারিং আইনে মামলা

আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে চার্জশিট

-

আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের মামলায় বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদফতর রমনা থানার মামলায় ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১২ আগস্ট দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে পাঁচটি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা। চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হীরা জব্দের ঘটনা এবং এসব মূল্যবান ধাতু কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে গুলশান থানায় দু’টি, ধানমন্ডি থানায় একটি, উত্তরা থানায় একটি ও রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। দিলদার হোসেন সেলিম বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা।


আরো সংবাদ



premium cement