০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


করোনায় ভাষাসংগ্রামী ডা: সাঈদ হায়দারের মৃত্যু

-

করোনায় মৃত্যুবরণ করেছেন প্রবীণ চিকিৎসক ও ভাষাসংগ্রামী ডা: সাঈদ হায়দার। গতকাল বুধবার বিকেল পৌনে ৪টায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডা: সাঈদ হায়দারের বড় ছেলে বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা: আশরাফ হায়দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। শীর্ষ নিউজ।
রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একুশে পদক জয়ী সাঈদ হায়দার। গতকাল বাদ মাগরিব ডা: সাঈদ হায়দারের নামাজের জানাজা শেষে উত্তরা চার নম্বর সেক্টরে তাকে দাফন করা হয়। সাঈদ হায়দার ১৯২৫ সালের ৫ পৌষ পাবনা শহরে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ পাস করেন। তিনি কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হলেও দেশ ভাগের পর ঢাকা মেডিক্যাল কলেজে পড়াশোনা করেন। তিনি সহশিক্ষার্থীদের মধ্যে সবার বয়োজ্যেষ্ঠ ছিলেন। ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

 


আরো সংবাদ



premium cement