০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ভারতীয় আগ্রাসন রোধে জাতীয় ঐক্যের দাবি নাগরিক পরিষদের

-

নাগরিক পরিষদের উদ্যোগে গত রোববার মাইজদীতে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সীমান্ত হত্যা, সাংস্কৃতিক ও পানি আগ্রাসন রোধে জাতীয় ঐক্যের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়ক সামছু উদ্দিন বাহারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন- নাগরিক পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিফজুর রাহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ভারতীয় সীমান্ত রক্ষীবহিনী বিএসএফের হাতে বাংলাদেশের নাগরিক হত্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। প্রতিবন্ধী, ছাত্র, যুবক, কৃষক, ব্যবসায়ীসহ সব ধরনের নিরীহ, নিরস্ত্র মানুষকে বিনা উসকানিতে গুলি করে হত্যা করছে বিএসএফ। ফেলানী হত্যার বিচার না হলে সীমান্ত হত্যা বন্ধ হবে না।
তারা আরো বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হলে দেশ মরুভূমিতে পরিণত হবে। সাংস্কৃতিক আগ্রাসন রোধ করতে না পারলে আমাদের স্বকীয়তা হুমকির মুখে পড়বে। এ ব্যাপারে নিজেদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ রাষ্ট্র এবং সরকারকে জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক ফোরামে সোচ্চার হতে হবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement