০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


রাজশাহীতে ল্যাবে আসেনি নমুনা

-

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) স্থাপন করা হয়েছে ল্যাব। গত ১ এপ্রিল দুপুরে চালু হওয়ার পর ওই দিনই পাঁচজনের নমুনা পরীক্ষা করে ফলাফল ঢাকায় পাঠানো হয়। আর দ্বিতীয় দিনে পরীক্ষা করা হয় তিনজনের। কিন্তু তৃতীয় দিন গতকাল শুক্রবার এই ল্যাবে আসেনি কোন নমুনা। ল্যাব ইনচার্জ ও রাজশাহী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা: সাবেরা গুলনেহার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নমুনা সংগ্রহের জন্য কাজ করছে একটি টিম। একটি গাড়ি নিয়ে ওই টিম মাঠে নমুনা সংগ্রহের কাজ করছে। শুক্রবার কিছু নমুনা তাদের দেয়ার কথা ছিল। এ জন্য চিকিৎসকসহ টেকনিশিয়ানরা ল্যাবে অবস্থান করেন। কিন্তু বিকেল ৩টার দিকে তারা জানিয়ে দেন শনিবার নমুনা দেয়া হবে। এ কারণে শুক্রবার কোনো নমুনা পরীক্ষা করা হয়নি বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement