২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বিডিইআরএম নতুন কমিটি

সভাপতি মনি রানী সম্পাদক উত্তম কুমার

-

মনি রানী দাসকে সভাপতি ও উত্তম কুমার ভক্তকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল গঠনতন্ত্র অনুযায়ী ২ বছর মেয়াদে ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নাম প্রস্তাব করেন বিদায়ী সাধারণ সম্পাদক বিভূতোষ রায়। আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটির ২১ জনের তালিকা অনুমোদন করা হয়। দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম) ৯ম জাতীয় সম্মেলন সম্প্রতি রাজধানীর আসাদগেট এভিনিউয়ের সিবিসিবি সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে গত এক বছরের কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক বিভূতোষ রায়। সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও জেলা কার্যক্রমের ওপর আলোচনা করেন ৩৫টি জেলা থেকে আগত জেলা নেতৃবৃন্দ। এতে কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনীল কুমার মৃধা বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলরদের প্রস্তাব করতে অনুরোধ করেন। অন্যান্য পদে নির্বাচিত নেতৃবৃন্দ হলেন : সহসভাপতি- বিভূতোষ রায়, অনিমা রানী মন্ডল, সহসাধারণ সম্পাদক-বনানী বিশ্বাস, রাজেন্দ্র কুমার দাস, কোষাধ্যক্ষ-মনীন্দ্র নাথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক- ভীম্পাল্লী ডেভিড রাজু, সহসাংগঠনিক সম্পাদক- কৈলাশ রবিদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক- সুব্রত কুমার মিস্ত্রী, তথ্য ও গবেষণা সম্পাদক- অ্যাডভোকেট নারায়ণ চর্মকার, আইনবিষয়ক সম্পাদক- অ্যাডভোকেট বাবুল রবিদাস, নারীবিষয়ক সম্পাদক- জয়ন্তী রানী দাস, সংস্কৃতিবিষয়ক সম্পাদক- দিলিপ বাঁশফোর, পরিবেশবিষয়ক সম্পাদক- ব্রহ্মনাথ ঠাকুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- তামান্না সিং বাড়াইক, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক- স্বপন কুমার দে, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক- শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, কার্যকরী সদস্য- সুনীল কুমার মৃধা, শোভা রানী বাড়ৈ ও কৃষ্ণা লালা।


আরো সংবাদ



premium cement