০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


ঈমান আধ্যাত্মিক শান্তি ও শক্তির উৎস : ইসলাম গ্রহণের পর জনপ্রিয় মার্কিন ফাইটার

ইসলাম গ্রহণের আগে ও পরে অ্যাম্বার লাইব্রোক - ছবি : সংগৃহীত

ইসলাম গ্রহণ করেছেন প্রসিদ্ধ মার্কিন মিশ্র মার্শাল আর্টস (এমএমএ) তারকা অ্যাম্বার লাইব্রোক। এরপরই তিনি ঈমানকে আধ্যাত্মিক শান্তি ও শক্তির উৎস আখ্যায়িত করেছেন।

সোমবার (২ অক্টোবর) ডন নিউজ তার ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। পত্রিকার ভাষ্যমতে- খুব অল্প বয়সে মিকসড মার্শাল ফাইটিংয়ে ক্যারিয়ার শুরু করেন অ্যাম্বার এবং অত্যন্ত কম সময়ের মধ্যে একাধিক সাফল্য পান।

তিনি মিশ্র মার্শাল আর্টস প্রতিযোগিতায় বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স ভালো ছিল না। ২০২৩ সালে বেশ কিছু প্রতিযোগিতায় তিনি হেরে যান- এতে তার মধ্যে হাতাশার সৃষ্টি হয়।

হতাশার পরিস্থিতিতে আধ্যাত্মিক শান্তি খুঁজে পেতে অ্যাম্বার বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন। এরই মধ্যে তার সাক্ষাৎ হয় একজন আলেমের সাথে। আত্মিক প্রশান্তি পেতে ওই আলেম তাকে ইসলামে প্রবেশের উৎসাহ দেন।

ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে অ্যাম্বার লাইব্রোক একথা স্বীকার করেছেন যে- গত কয়েক মাসে ধারাবাহিক ব্যর্থতার কারণে তার মধ্যে হতাশা বাসা বাঁধে। এ সময় তিনি বুঝে উঠতে পারছিলেন না যে- আসলে তার জীবনে কী ঘটছে?

অ্যাম্বার লিখেছেন, এই পরিস্থিতিতে তিনি বুঝতে পারেন- তার জীবনের এসব ঘটনা ঘটছে একটি বড় লক্ষ্যের দিকে তাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি এ-ও বুঝতে পারেন যে- আসলে এই সব ঘটনা ছিল প্রকৃতপক্ষে সর্বশক্তিমান আল্লাহর সাথে তার সংযোগ ঘটানোর কারণ।

মার্কিন তারকা আরো স্বীকার করেন, তার জীবনে যা কিছু ঘটেছে, তা তার মর্জিমতো হয়নি; বরং আল্লাহ যা চেয়েছেন, সেটিই হয়েছে। এরপরই তিনি ঈমান ও আকাঈদকে আত্মিক প্রশান্তি ও শক্তির কারণ বর্ণনা করেছেন।

সম্প্রতি একটি স্পোর্টস চ্যানেলে নিজের ইসলাম গ্রহণের বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন অ্যাম্বার লাইব্রোক। যেখানে তাকে মুসলিম নারীদের সাথে একটি ইসলামিক সেন্টারে পবিত্র জুমার নামাজ আদায় করতে দেখা গেছে।

তিনি ইসলামে প্রবেশ করাকে জীবনের সুকুন ও শান্তি বলে বর্ণনা করেছেন এবং ইসলাম ধর্মের সাথে পরিচয়ের জন্য তার আধ্যাত্মিক শিক্ষককে কৃতিত্ব দিয়েছেন, যিনি তাকে ইসলামের পথ দেখিয়েছেন।

ইসলাম গ্রহণের পর তার খেলোয়াড়ি জীবন পরিত্যাগ করেননি জনপ্রিয় মার্কিন তারকা অ্যাম্বার। এখন তিনি ফুল প্যান্ট-শার্ট পরে ফাইটিং রিংয়ে অবতীর্ণ হন। ইসলামে প্রবেশের আগে তিনি রিংয়ে নামতেন রেসলার ও ফাইটারদের সংক্ষিপ্ত পোশাকে।

-ডন নিউজ অবলম্বনে বেলায়েত হুসাইন


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ ফরিদপুরে বৃষ্টিতে পাটচাষে সাশ্রয় হলো ৫০ কোটি টাকার জ্বালানি সিআইপি কার্ড পেলেন ১৮৪ ব্যবসায়ী হামাসের কায়রো ত্যাগ, যুদ্ধবিরতি চুক্তি মানবে না ইসরাইল! ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩১ পাবনায় পরাজিত প্রার্থীর অর্ধশত সমর্থকদের বাড়িতে হামলা, মুক্তিযোদ্ধাসহ আহত ৫ অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মৃত্যুতে মাগুরায় স্মরণ সভা সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ২ যুবকের যাবজ্জীবন রেডি টু কুক ফিশ বাজারজাতকরণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ এসওইগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ ১৭ ভরি স্বর্ণসহ আঙ্গুল কাটা গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

সকল