২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জীবিত নবজাতককে মৃত ঘোষণা, ইচ্ছাকৃত কোনো ভুল খুঁজে পায়নি ঢামেক কর্তৃপক্ষ

ইচ্ছাকৃত কোনো ভুল খুঁজে পায়নি ঢামেক কর্তৃপক্ষ - ছবি : সংগৃহীত

‘দাফনের সময় জীবিত উদ্ধার নবজাতককে মৃত ঘোষণার বিষয়ে চিকিৎসকদের ব্যর্থতা আছে। তারা আরো পরীক্ষা নিরীক্ষা করতে পারতেন। তবে এটাও সত্যি যে শিশুটির বেঁচে ফেরার ঘটনাটিও অস্বাভাবিক’, মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি শিশুটি অপরিণত ছিল। মাত্র ২৬ সপ্তাহে ভূমিষ্ঠ হয়েছে। ওইদিন ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই বাচ্চাটি তার মায়ের পেটের ভেতর নড়াচড়া করছিল না। ভূমিষ্ঠ হওয়ার পর এক ঘণ্টার মতো চিকিৎসক-নার্স মিলে বাচ্চাটিকে অবজারভেশনে রেখেছিল। শ্বাস-প্রশ্বাস, নড়াচড়া, কাঁন্না কোনো কিছুই লক্ষ্য করেননি চিকিৎসকরা। প্রাথমিক অবজারভেশন এবং কয়েকটি বেসিক পরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে, বাচ্চাটি মৃত। মৃত ঘোষণার চার-পাঁচ ঘণ্টা পর বাচ্চাটি আবারো নড়েচড়ে ওঠে। বিষয়টি সম্পূর্ণ অস্বাভাবিকভাবে বেঁচে ফেরা। এটা একটা রেয়ার কেস।’

তিনি বলেন, ‘এই ঘটনায় আমাদের চার সদস্যের তদন্ত কমিটি কাজ করেছে। তদন্ত কমিটি চিকিৎসকদের ইচ্ছাকৃত কোনো ভুল খুঁজে পায়নি। এমন ঘটনার অনভিজ্ঞতা এবং শিশুটির অস্বাভাবিকভাবে বেঁচে ফেরার জন্য ঘটেছে এটা।’

ঢামেকের এই পরিচালক বলেন, ‘যেহেতু শিশুটি আবারও বেঁচে ফিরেছে। সেক্ষেত্রে সে জীবিত ছিল। আর এজন্য আমরা এ ঘটনায় ব্যর্থতার দায় নিচ্ছি। তদন্ত কমিটি আমাদের কিছু সীমাবদ্ধতার বিষয়ে সুপারিশ করেছন। সেগুলো আমরা দ্রুত সমাধান করবো এবং ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনা না ঘটে, সে বিষয়ে সচেতন থাকবো। তবে এখনই আমরা কোনো চিকিৎসকের ব্যর্থতায় তার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আনছি না। আরো কিছু তদন্ত বাকি রয়েছে। তারপরে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো।’

শিশুটি এখন কেমন আছে জানতে চাইলে ঢামেকের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান ও তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডা. মনীষা ব্যানার্জী বলেন, ‘এখনও শিশুটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। শিশুটি যদি বেঁচে থাকে সেটাও আমাদের জন্য মিরাকল হবে। আমরা তাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। তার শরীরে স্যালাইন চলছে। অক্সিজেন দেয়া হচ্ছে। যদি এই অবস্থা আরো এক দিন থাকে, তাহলে আমরা পয়েন্ট ৫ মিলি খাবার তার মুখে দেবো।’

এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চার দিন আগে স্ত্রী শাহিনুরকে ভর্তি করান স্বামী ইয়াসিন মোল্লা। ১১০ নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়া শাহিনুর শুক্রবার (১৬ অক্টোবর) ভোরের দিকে স্বাভাবিকভাবেই একটি কন্যাসন্তান প্রসব করেন। তবে জন্মের পরপরই ওই নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃত্যুর সনদে চিকিৎসকরা জানান, নবজাতকটি মৃত অবস্থায়ই জন্ম নিয়েছে। পরে ওই নবজাতককে একটি প্যাকেটে ভরে তার বাবা ইয়াসিন দাফনের জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান। কবরস্থানের লোকজন দাফন-কাফন বাবদ এক হাজার ৪০০ টাকা দাবি করলে, টাকা না থাকায় নবজাতককে বসিলা কবরস্থানে নিয়ে যান তিনি। সেখানে যাওয়ার পর হঠাৎ নবজাতকটি নড়ে ওঠে। পরে আবারও শিশুটিকে ঢামেকে ফিরিয়ে নিয়ে আসেন তিনি।


আরো সংবাদ



premium cement
ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সমৃদ্ধ জনপদে পরিণত করবো : ড. শফিকুল ইসলাম মাসুদ কক্সবাজার সমুদ্র সৈকতে হিট স্ট্রোকে পর্যটকের মৃত্যু জামালপুরে বউ-শাশুড়ি দ্বন্দ্বের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ২ ঈশ্বরদীর তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি, বেঁকে যাচ্ছে রেলপথ আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান ফতুল্লা ৮৩০ গার্মেন্টেস শ্রমিক বিরুদ্ধে মামলা শ্রীনগরে ২ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ টানা চতুর্থবার কমলো স্বর্ণের দাম দেশের রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা : সাবেক গভর্নর সালেহউদ্দিন বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৫ সোনারগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সকল