২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

৫ হাজার মিটারে খেলবেন না ফারাহ

৫ হাজার মিটারে খেলবেন না ফারাহ - ছবি: সংগৃহীত

আগামী বছর অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক গেমসে ৫ হাজার মিটার দৌঁড় প্রতিযোগিতায় অংশ নেবেন না মোহাম্মদ ফারাহ। তবে এর পিছনের কারণও জানিয়েছেন চারবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন তারকা। মূলত, ফারাহর চোখ ১০ হাজার মিটার ইভেন্টের দিকে, তাই ৫ হাজার মিটারে খেলবেন না তিনি।

৩৭ বছর বয়সী ব্রিটিশ দৌঁড়বীদ জানিয়েছেন, ‘আমি কিছুটা ব্যস্ত হয়ে উঠেছি। আমি মনে করি একটি বিষয়ের সাথেই লেগে থাকা উচিত। আমি সে দিকেই চেয়ে আছি। কি করতে পারি..।’ ১০ হাজার মিটারে টোকিও অলিম্পিকে জিতে টানা তিন বার চ্যাম্পিয়ন হতে চান ফারাহ। তিনি বলেন, ‘আমি উদগ্রীব হয়ে আছি খেলতে! আমি এখনো ক্ষুধার্ত। আমি আরো আরো চাই।’


আরো সংবাদ



premium cement