০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ইরানের তেহরানের তেল শোধনাগারে ভয়াবহ আগুন

ইরানের তেহরানের তেল শোধনাগারে ভয়াবহ আগুন - ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাংশের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার এ তথ্য জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ‘এ তেল শোধনাগার কেন্দ্রটির অবকাঠামোতে সকল ধরনের কার্যক্রম বন্ধ আছে। এ শোধনাগারটি টোন্ডগুইয়ান শোধনাগার নামে পরিচিত। আগুন নেভাতে অগ্নিনির্বাপককর্মীরা চেষ্টা করে যাচ্ছেন।

তেহরানের সঙ্কট ব্যবস্থাপনা সংস্থার প্রধান মানসুর দারাজাতি ইরানের রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘তরল গ্যাস পাইপ লাইনে ফাটল দেখা দেয়ায় ওই তেল শোধনাগারে আগুন ধরে যায়।’

ইরানের জাতীয় তেল শোধন ও বিপণন কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, ‘২০,০০০ ব্যারেলের ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যাসোলিন ট্যাংকারে আগুন লেগে যাওয়ায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে মেহের নিউজ এজেন্সি তাদের খবরে বলেছে।

ডুবে গেল ইরানি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম রণতরী

ওই তেল শোধনাগারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান তেহরান তেল শোধনাগার কোম্পনির প্রধান সাকের কাফাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘এ ঘটনায় কোনো নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

এর আগে ইরানের নৌ-বাহিনীর দ্বিতীয় বৃহত্তম জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে ওই ইরানি জাহাজটি ওমান সাগরে ডুবে যায়।

সূত্র : দ্যা জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement