২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলকদ ১৪৪৫
`

ইসরাইলের রাফাহ অভিযান মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে যা জানালো হামাস

পূর্ব রাফাহ থেকে বাসিন্দাদের সরিয়ে দিচ্ছে ইসরাইলি বাহিনী - ছবি : রয়টার্স

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ইসরাইলের স্থল অভিযান তাদের জন্য ‘পিকনিক’ হবে না। তাদেরকে সর্বাত্মক প্রতিরোধের জন্য প্রস্তুত রয়েছে হামাস।

পূর্ব রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে ইসরাইল নির্দেশ দেয়ার পর প্রতিক্রিয়ায় সোমবার একথা বলেছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়া সংগঠনটি।

ইসরাইলের হুমকির পর অবরুদ্ধ উপত্যকার এ এলাকাটিতে উদ্বেগ বেড়েছে।

হামাস বলেছে, তাদের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড ইসরাইলি বাহিনীকে প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

সেইসাথে ইসরাইলের পরিকল্পিত এ হামলা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, এ হামলা হলে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাসহ হাজারো সাধারণ নাগরিকের জীবন ঝুঁকিতে পড়বে।

জাতিসঙ্ঘের ফিলিস্তিনবিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআরএ-সহ মানবিক সহায়তা সংস্থাগুলোকে রাফাহ ছেড়ে না যাওয়ার অনুরোধ করেছে হামাস।

হামাস-সংশ্লিষ্ট আল-আকসা টিভি জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী রাফাহ এলাকায় বিমান অভিযান পরিচালনার সময় সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়।

ইসরাইলের রাফাহ অভিযান অগ্রহণযোগ্য : ইউরোপিয় ইউনিয়ন
ইউরোপিয় ইউনিয়নের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইসরাইলকে অবশ্যই জাতিসঙ্ঘ নিরাপত্তা কাউন্সিল রেজুলিউশন ২৭২৮ মেনে চলতে হবে।

গাজা যুদ্ধ বন্ধে অভিলম্বে যুদ্ধবিরতি চেয়ে গত ২৫ মার্চ রেজুলিউশনটি পাস করা হয়।

এক এক্স বার্তায় জোসেপ বোরেল বলেন, ইসরাইলের রাফাহ অভিযান কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement