৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কৌশলগত অংশীদার হলো বসুন্ধরা গ্রুপের এবিজি লিমিটেড

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান (ইনসেটে) -

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর কৌশলগত অংশীদার হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এবিজি লিমিটেড। চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে গতকাল রোববার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও এবিজি লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়েতুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর পরিচালক মেজর (অব:) এমদাদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও বসুন্ধরা গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব দেশের পুঁজি বাজারের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এ উদ্যোগের ফলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। তিনি বলেন, ভবিষ্যতে যে কেউ চাইলে তিন ফসলি জমিতে শিল্প স্থাপন করতে পারবেন না।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান বলেন, বাংলাদেশের বিরুদ্ধে প্রতি মুহূর্তে ষড়যন্ত্র চলছে। এই প্রচারণার বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভূমিকা রাখতে হবে। তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে পুঁজি বাজারে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বিদেশী বিনিয়োগকারীরা আমাদের দেশকে স্বাবলম্বী করতে পারবে না। আমাদের বিনিয়োগকারীদেরই এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। ডলারের সঙ্কট কৃত্রিম বলেও তিনি মন্তব্য করেন।


আরো সংবাদ



premium cement
ধরপাকড়ের মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিহত ফিলিপাইনের তাপমাত্রা ৫০ ডিগ্রি, বাড়তে পারে আরো শিখ নেতা পান্নুনকে খুন করতে ‘হিটম্যান’ পাঠিয়েছিলেন ‘র অফিসার’ : ওয়াশিংটন পোস্ট দিল্লিকে উড়িয়ে দ্বিতীয় স্থানে কেকেআর করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার অ্যাস্ট্রাজেনেকার বাইডেনকে পিছনে ফেলে দিলেন ট্রাম্প ইউরোপের ‘গাজা’ যুদ্ধ আসছে শয়তানবাদ! পার্বত্য চট্টগ্রামে কেএনএফের উত্থান ও করণীয় রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির কর্মীকে বেদম প্রহার সাধারণ সম্পাদক গ্রুপের

সকল