২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
ব্রিফিংয়ে ইসি সচিব

২-১টি ঘটনা ছাড়া ভোট ভালো হয়েছে

-

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি), দু’টি পৌরসভা ও জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের ভোট গ্রহণ ভালো হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার। আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে গতকাল নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। তবে কোনো মৃত্যুই কাম্য নয়। তিনি বলেন, ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কমলাপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করায় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু প্রার্থীদের নিজেদের মধ্যেই ধাওয়া-পাল্টাধাওয়ায় নিহত হয়েছে, তাই প্রার্থীরাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন। নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। ভবিষ্যতে আর কী কী ব্যবস্থা গ্রহণ করলে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা আর ঘটবে না, তা পর্যালোচনা করা হবে বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে সারা দেশে অনুষ্ঠিত নির্বাচন মনিটরিং করা হয়েছে। এ ছাড়া মিডিয়ায় যেসব খবর প্রচারিত হয়েছে তার ওপর ভিত্তি করেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লক্ষ্মীপুর-২ আসনে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।
স্থগিত থাকা নির্বাচন ঈদের আগে অনুষ্ঠিত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, কমিশন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা করা হবে। ইউপির পরবর্তী ধাপের নির্বাচনের বিষয়েও কমিশন সভায় আলোচনার মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’

সকল