২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`

পুঁজিবাজার আরো এক সপ্তাহ বন্ধ

-

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন কার্যক্রম স্থগিতের মেয়াদ আরো এক সপ্তাহ বৃদ্ধি করেছে। লেনদেনসহ সব কার্যক্রম আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগ উপমহাব্যবস্থাপক মো: শফিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএসই বলছে, দেশের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়ে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সরকারের এ সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড রোববার ৫ এপ্রিল থেকে শনিবার ১১ এপ্রিল (সাপ্তাহিক ছুটিসহ) পর্যন্ত ডিএসইর ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাফতরিক কাজ বন্ধ থাকবে।

 


আরো সংবাদ



premium cement