২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


লড়াই করে পেলেন বিপুল অর্থ

-

শপিং মলের বাইরে খোলা চাকু এলোপাতাড়ি চালিয়ে দিচ্ছে এক যুবক। পাশে জ্বলছে একটি গাড়ি। পুলিশ হোক বা আমজনতা সামনে যাকে পাচ্ছে তাকেই ছুরি দিয়ে হামলার চেষ্টা। নিরাপত্তারক্ষীরা অনেক চেষ্টা করেও তাকে নিরস্ত্র করতে পারছে না। ভয়ঙ্কর এই দৃশ্যের মধ্যেই আবির্ভাব বছর ৪৬-এর এক ব্যক্তির। শপিং ট্রলি নিয়েই ওই আততায়ীর ওপর পাল্টা হামলা চালাতে শুরু করলেন তিনি। মেলবোর্নের সন্ত্রাসবাদী হামলায় মাইকেল রজার্স নামে ওই ব্যক্তির লড়াইয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কার্যত বীরের মর্যাদা পাচ্ছেন। ইতোমধ্যেই ‘ট্রলিম্যান’ নামে এক ডাকে চিনে ফেলেছে গোটা অস্ট্রেলিয়া। তার জন্যই এবার উদার হস্ত অস্ট্রেলীয়রা। গৃহহীন মানুষটির জন্য সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন করতেই উপচে পড়ছে ঝুলি। সোশ্যাল মিডিয়ায় ‘গোফান্ডমি’ নামে একটি তহবিল খুলে সাহায্যের আর্জি জানানো হয়েছে। সোমবার পর্যন্ত সেই তহবিলের লক্ষ্যমাত্রা ছিল ৪৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার। কিন্তু এখন পর্যন্ত ওই তহবিলে জমা পড়েছে অনেক বেশি, যা লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণের কাছাকাছি। অনুদান দিয়েছেন তিন হাজার ৭০০ জনেরও বেশি। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement