২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কপোতাক্ষের বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

কপোতাক্ষের বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত - ছবি : নয়া দিগন্ত

খুলনার কয়রায় এক মাস না পেরোতেই জোয়ারের অস্বাভাবিক পানি বৃদ্ধিতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে। এতে অন্তত চার গ্রাম প্লাবিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরামুখা গ্রামের অস্থায়ী রিংবাঁধটি ভেঙে এ গ্রামগুলো প্লাবিত হয়।

এর আগে, গত ১৭ জুলাই ভাটির টানে প্রায় ২০০ মিটার জায়গাজুড়ে ভাঙন দেখা দিলে স্থানীয়রা মেরামতের চেষ্টা চালায়। কিন্তু ওই দিন দুপুরে জোয়ারের পানি দ্রুত বেড়ে লোকালয়ে প্রবেশ করে।

স্থানীয়রা বলছেন, কর্তৃপক্ষের গাফিলতিতে বারবার লোকালয়ে পানি ঢুকছে। বাঁধের ব্যাপারে কর্তৃপক্ষ তেমন কার্যকরী কোনো পদক্ষেপ না নেয়ায় দফায় দফায় ভাঙনের মুখে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে গ্রামবাসীর।

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আব্দুস ছালাম খান জানান, দুপুরে জোয়ারের পানি রেড়ে গিয়ে অস্থায়ী রিংবাঁধটি ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। সেখানে স্বেচ্ছাশ্রমে মেরামতের চেষ্টা অব্যহত রয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement