১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌগাছায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চৌগাছায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু - নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় সাপের কামড়ে ববিতা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ববিতা খাতুন উপজেলার নারায়ণপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে জেমসের স্ত্রী।

জেমস জানান, শনিবার রাতে তারা স্বামী-স্ত্রী নিজেদের ঘরে ঘুমান। ভোর ৪টার দিকে ঘুমান্ত অবস্থায় তার স্ত্রীকে বিষধর সাপে কামড় দিলে তাদের ঘুম ভেঙে যায়। ঘরের ভেতর সাপ দেখে তিনি সেটাকে মেরে স্ত্রীকে নিয়ে চৌগাছা হাসপাতালে যান। পরে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement