০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে প্রেমিককে কুপিয়ে আহত করার অভিযোগ

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে প্রেমিককে কুপিয়ে আহত করার অভিযোগ। - ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নাঈমের (২৫) বিরুদ্ধে পরকীয়ায় জড়িত প্রেমিককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার সকালে বাঁকা বাজারে প্রকাশ্যে ওই প্রেমিককে তিনি কুপিয়েছেন বলে জানা যায়।

হামলার শিকার জীবননগর উপজেলার বাঁকা পশ্চিম পাড়ার ইউনুস আলীর ছেলে আশরাফ আলী গুরুতর অবস্থায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানায়, আশরাফ একই গ্রামের আব্দুল হালিমের স্ত্রীর সাথে সম্প্রতি পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। তাদের পরকীয়া সম্পর্কে এলাকায় জানাজানি হয়ে যায়। এতে গৃহবধূর স্বামী হালিমের সাথে পারিবারিক কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে হালিমের স্ত্রী সংসার ছেড়ে তার বাবা-মায়ের বাড়িতে চলে যান। এতে হালিম ও তার আত্মীয়-স্বজন আশরাফের ওপর ক্ষিপ্ত হয়।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আশরাফ আলী বাঁকা বাজারে একটি চায়ের দোকানে থাকাকালীন বাঁকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নাঈম হোসেন ও হালিম হাতে একটি ধারালো হাসুয়া নিয়ে মোটরসাইকেলযোগে সেখানে উপস্থিত হন। এ সময় তারা আশরাফকে কুপিয়ে দ্রুত সরে পড়েন।

পরে বাজারে থাকা লোকজন আশরাফ আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর
হাসপাতাল নিয়ে যান। আশরাফ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, নাঈম ও হালিমের এলোপাতাড়ি কোপে আশরাফ আলীর শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়। তার বেঁচে থাকা নিয়ে সবার মাঝে শঙ্কা কাজ করছে।

বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আশরাফ আলীর অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর মেডিক্যাল থেকে ঢাকা মেডিক্যালে নেয়ার প্রস্তুতি চলছে বলে শুনেছি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতরা আত্মগোপনে আছে। ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।


আরো সংবাদ



premium cement
ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা

সকল