০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


চৌগাছায় ১ দিনে ৩ জনের আত্মহত্যা

চৌগাছায় ১ দিনে ৩ জনের আত্মহত্যা - ফাইল ছবি

যশোরের চৌগাছায় এক দিনে তিনজন আত্মহত্যা করেছেন। শনিবার ভোর থেকে বিকেলের মধ্যে উপজেলার তিন গ্রামের তিনজন আত্মহত্যা করেছেন।

আত্মহত্যা করা ব্যক্তিরা হলেন চৌগাছা পৌরশহরের বেলেমাঠ গ্রামের মুদি ব্যবসায়ী গোলাম মোস্তফা (৬১), উপজেলার জগদীশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামের সাখাওয়াৎ উল্লাহর স্ত্রী মনোয়ারা বেগম (৫৬) ও উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের লোকমান হোসেন (৬২)।

স্থানীয় প্রতিবেশীরা জানান, শনিবার বিকেলে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি সন্তানদের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি তিনি স্থানীয় এক শিল্পপ্রতিষ্ঠানের মালিকের কাছে ৬০ লাখ টাকার জমি বিক্রি করেছেন। এই টাকা নিয়ে সন্তানদের সাথে মনোমালিন্য হতে পারে।

এ ব্যাপারে হাজরাখানা গ্রামের মেম্বার মনিরুজ্জামান মিলনসহ কয়েকজন প্রতিবেশী জানান, লোকমান হোসেন কিছুটা মানসিক সমস্যায় ছিলেন। তার মাথায়ও কিছুটা সমস্যা ছিল। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। শনিবার বিকেলে বাড়িতে কেউ ছিল না। এ সময় তিনি নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

শনিবার বাদ মাগরিব জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পৌরশহরের বেলেমাঠ গ্রামের গোলাম মোস্তফা (৬১) চৌগাছা শহরে মুদি ব্যবসা করেন। শহরে ন্যাশনাল ব্যাংক চৌগাছা শাখার নিচের মার্কেটে তার ব্যবসাপ্রতিষ্ঠান। তিনি সন্তানদের সাথে অভিমান করে ঘাস পুড়া পাউডার খেয়ে অসুস্থ হলে স্থানীয়রা তাকে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন।

কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। সেখানে তার মৃত্যু হয়। শনিবার বাদ আছর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ দিকে উপজেলার স্বর্পরাজপুর গ্রামের মনোয়ারা বেগম পারিবারিক কলহের জেরে ঘাস পুড়া পাউডার খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে প্রথমে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেখানেই তার মৃত্যু হয়।

শনিবার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা

সকল