২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


রমজান উপলক্ষে বড় অঙ্কের অনুদান মেসুত ওজিলের

মেসুত ওজিল - ছবি : সংগৃহীত

মুসলিম ফুটবল সুপারস্টার ও ইংলিশ ক্লাব আর্সেনালের তারকা খেলোয়াড় মেসুত ওজিল ২০২০ সালের পবিত্র মাহে রমজান উপলক্ষে বড় অঙ্কের সহযোগিতা করেছেন। তিনি তুরস্কের রেড ক্রিসেন্ট এজেন্সিকে ৭ লাখ ১৩ হাজার তুর্কি লিরা অনুদান করেন যা বাংলাদেশী টাকার মূল্যে প্রায় ৮৬ লাখ টাকা। যা দিয়ে এই রমজানে সিরিয়া, তুরস্ক ও সোমালিয়ার গরীব ও অসহায়দের ইফতার সামগ্রী বিরতণ করা হবে।

আনাদুলো এসেন্সি জানায়, মেসুত ওজিলের এই অর্থ দিয়ে ১৬ হাজার মানুষকে এই রমজানে ইফতার করানো হবে। যাদের বেশিভাগই সিরিয়া ও সোমালিয়ার বাসিন্দা। এদের মধ্যে তুরস্ক ও সিরিয়ার ২ হাজার পরিবারের মাঝে ইফতার সহয়তা দেয়া হবে। আর ৯০ হাজার প্যাকেট ইফতার সামগ্রী সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পাঠানো হবে।

তুর্কি রেড ক্রিসেন্ট এজেন্সির প্রধান কারিম কিনিক এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে মেসুত ওজিলকে বলেন, ওজিলের দেয়া অর্থ সাহায্য তুরস্ক, সিরিয়া ও সোমালিয়ায় দরিদ্রদের খাবারের জন্য ব্যবহৃত হবে।

তিনি বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব অভাবী লোকদের কাছে আমার ভাই মেসুতের অনুদানের খাবারগুলো সরবরাহ করব। আনাদুলো।


আরো সংবাদ



premium cement