০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


জার্মানিতে রাসায়নিক পার্কে বিস্ফোরণ : নিহত ২, নিখোঁজ ৫

জার্মানিতে রাসায়নিক পার্কে বিস্ফোরণ : নিহত ২, নিখোঁজ ৫ - ছবি : সংগৃহীত

জার্মানির লেভারকুজেনে মঙ্গলবার একটি রাসায়নিক পার্কে বিস্ফোরণের পর আগুন ধরে যায়৷ এতে দুজন নিহত ও অন্তত ৩১ জন আহত হয়েছেন৷ এখনো পাঁচজন নিখোঁজ আছেন৷

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি৷

‘শেমপার্ক’ নামের এই রাসায়নিক পার্কে প্রায় ২০০টির মতো প্ল্যান্ট আছে বলে পার্কের ওয়েবসাইটে বলা হয়েছে৷ এই পার্কে পাঁচ হাজারের বেশি রাসায়নিক পদার্থ তৈরি করা হয়৷ এছাড়া বিপজ্জনক রাসায়নিক বর্জ্য পুড়িয়ে ফেলতে আছে ‘ওয়েস্ট অ্যান্ড রিসাইক্লিং ম্যানেজমেন্ট সেন্টার’৷ সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ এতে সেখানকার তিনটি ট্যাংক ‘পুরোপুরি কিংবা আংশিক' ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন শেমপার্ক পরিচালনাকারী সংস্থা কুরেন্টার প্রধান লার্স ফ্রিডরিশ৷ ট্যাংকগুলোতে তরল ছিল, যা পোড়ানোর অপেক্ষায় ছিল৷

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়া দেখা গেছে৷ এই ধোঁয়ায় বিষাক্ত রাসায়নিক উপাদান আছে কিনা তা নিশ্চিত করেননি ফ্রিডরিশ৷

প্রায় ৪০ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জার্মানির প্রচারমাধ্যম ডেয়ার স্পিগেল জানিয়েছে৷

কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷
দুর্ঘটনার পর লেভারকুজেন শহরের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছিল৷ কয়েক ঘণ্টা পর তা তুলে নেয়া হয়৷ এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ ঐ শহরে বাস করেন৷ জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থরাইন ওয়েস্টফালিয়ায় লেভারকুজেন অবস্থিত৷ অন্যতম বড় শহর কোলন থেকে এই শহরের অবস্থান প্রায় ২০ কিলোমিটার উত্তরে৷
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
আমিরুলকে হারিয়ে গজারিয়ায় চেয়ারম্যান হলেন জিন্নাহ ফরিদপুর সদরে সামচুল, মধুখালীতে মুরাদ ও চরভদ্রাসনে আনোয়ার বিজয়ী বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলার ডুবি : ২৬ জেলেকে জীবিত উদ্ধার গ্রাহকের অজান্তে টাকা কেটে নিলে কঠোর ব্যবস্থা : পলক যেসব পরামর্শ দিয়ে বাংলাদেশকে ১.১৫ বিলিয়ন ডলার ঋণ দিলো আইএমএফ পিরোজপুরের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন যারা গাজীপুরে কলেজছাত্র খুনের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ২ এভারকেয়ার হসপিটাল ঢাকায় ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে পালিত সম্ভাব্য নিষেধাজ্ঞা ঠেকাতে মার্কিন সরকারের বিরুদ্ধে টিকটকের মামলা ফোনে লাদেনের ছবি, আইএসআইএসের পতাকা থাকা মানেই উগ্রবাদী নয় : দিল্লির হাইকোর্ট কুমিল্লার ৩ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী

সকল