০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


কোক স্টুডিও বাংলা সিজন-২ তে রুনা লায়লা

কোক স্টুডিও বাংলা সিজন-২ তে রুনা লায়লা -

বছর বাংলাদেশে শুরু হয় ‘কোক স্টুডিও বাংলা’। নতুন সঙ্গীতায়োজনে জনপ্রিয় বাংলা গানগুলো প্রকাশ করে প্রথম সিজনেই দর্শকের মধ্যে সাড়া ফেলে প্ল্যাটফর্মটি। এ বছর আবারো আসছে কোক স্টুডিও বাংলার আয়োজনটি। শিগগিরই শুরু হবে এ আয়োজনের দ্বিতীয় সিজন। এ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার রাতে উন্মোচন করা হয় নতুন লোগো। ক্যাপশনে তারা লিখেছে- ‘অনেক অপেক্ষার পর আমরা আবার আসছি নতুন সিজন নিয়ে, নতুন গানের সাথে। রেডি তো কোক স্টুডিও বাংলা সিজন-২-এর জন্য?
আয়োজকরা এখনই সব রহস্য খুলতে চাইছেন না। তবে খোঁজ নিয়ে জানা গেছে, প্রথমবারের মতো এবারের সিজনেও থাকছে ১০টি গান। প্রথমবারের প্রায় সব শিল্পী এতে যুক্ত থাকছেন। সাথে চমক হিসেবে থাকছেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ রশিদ খান। এ তালিকায় আরো শোনা যাচ্ছে রকস্টার জেমসের নাম।
এ বিষয়ে কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। তবে তারা জানিয়েছে, শিগগির নতুন চমক নিয়ে দর্শকের সামনে আসছে কোক স্টুডিও বাংলা সিজন-২। প্রথম সিজনের মতো নতুন সিজনেও দর্শকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছেন বলে জানিয়েছে তারা। নতুন সিজনের প্রথম গানটি এ মাসেই মুক্তি পেতে পারে।
সম্প্রতি কোক স্টুডিও বাংলার অফিসিয়াল মিউজিক স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। ফলে কোকাকোলার আন্তর্জাতিক সঙ্গীতায়োজনের ‘কোক স্টুডিও’ বাংলাদেশী সংস্করণ কোক স্টুডিও বাংলার সব গান স্পটিফাইয়ে শোনা যাবে।
গত বছরের ফেব্রুয়ারিতে ‘নাসেক নাসেক’ গান দিয়ে যাত্রা শুরু করে ‘কোক স্টুডিও বাংলা’। এরপর আট মাসে ১০টি গান দিয়ে শেষ হয় প্রথম সিজন। গান গেয়েছিলেন মমতাজ, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মিজান, অর্ণব, পান্থ কানাই, তাহসান, অনিমেষ, বগা তালেব, ঋতুরাজ, কানিজ খন্দকার, মধুবন্তী বাগচী, নিগার সুমি, মাশা ইসলাম, নন্দিতা প্রমুখ। পুরো সিজনের সঙ্গীত প্রযোজনার দায়িত্বে ছিলেন শায়ান চৌধুরী অর্ণব, দ্বিতীয় সিজনেও থাকছেন তিনি। বাংলাদেশে কোক স্টুডিওর সার্বিক ব্যবস্থাপনায় আছে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান গ্রে ঢাকা।

 


আরো সংবাদ



premium cement
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ আশুলিয়ায় ৫ টাকার উন্মুক্ত কবরস্থান উদ্বোধন গাবতলী বাস টার্মিনাল হবে মাল্টিমোডাল স্টেশন রাবিতে ছাত্রদল নেতাকে হলরুমে আটকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

সকল