০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ফাহমিদা নবী গাইলেনÑ তোমার দু’চোখ চেয়ে

-

দেশবরেণ্য নন্দিত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী এরই মধ্যে নতুন চমৎকার একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম হলোÑ তোমার দু’চোখ চেয়ে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন রাজীব ভৌমিক। গানটির কম্পোজিশন করেছেন তানিম আহমেদ। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের জন্য গানটির মিউজিক ভিডিওর কাজ শিগগিরই সম্পন্ন হবে বলে জানান ফাহমিদা নবী। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘গানটির মধ্যে আশির দশকের সিনেমার গানের একটা আবহ আছে। গানের কথা, সুর এবং সর্বোপরি সঙ্গীতায়োজন আমার কাছে সত্যিই ভীষণ ভালো লেগেছে। আশা করা যায়, গানটি শ্রোতারা পছন্দ করবেন।’ এ দিকে ফাহমিদা নবী এরই মধ্যে চ্যানেলে আইতে শুরু হওয়া ‘চ্যানেল আই দ্য পিয়ানো লাউঞ্জ’-এ সঙ্গীত পরিবেশন করেছেন। ফাহমিদা নবীর পর্বটি প্রচারিত হয়েছে গত ৯ সেপ্টেম্বর রাত ৮টা ২০ মিনিটে। ফাহমিদা নবী জানান, দ্য পিয়ানো লাউঞ্জে সঙ্গীত পরিবেশন করে বেশ সাড়া পেয়েছেন তিনি। ফাহমিদা নবী জানান, যারা অনুষ্ঠানটি মিস করেছেন তারা চাইলেই ইউটিউবে তার গাওয়া পর্বটি উপভোগ করতে পারবেন। ফাহমিদা নবী এরই মধ্যে গত ১০ সেপ্টেম্বর রাজধানীর লা-মেরিডিয়ানে একটি স্টেজ শোতে অংশ নিয়েছেন। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে ফাহমিদা নবীর নতুন আরো একটি গান ‘হেরে যাওয়ার গল্প’। গানটি লিখেছেন অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী এবং সুর সঙ্গীত করেছেন সুদীপ্ত শাহীন। গানটি অচিনপুর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে ফাহমিদা নবী জামাল হোসেনের ‘মন’ গানটিও গেয়েছেন। এ দিকে ফাহমিদা নবী নিজের ইউটিউব চ্যানেল ‘আনমোল প্রোজেক্ট’-এরও যাত্রা শুরু করেছেন। এই চ্যানেলটিকে ঘিরেও রয়েছে তার বিশেষ ভাবনা। গত বছরের অনেকটা সময় তিনি লন্ডনে ছিলেন।


আরো সংবাদ



premium cement
এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ

সকল