২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

মুরাকামির নতুন উপন্যাসের লন্ডন সংস্করণ আসছে

-

জাপানের জনপ্রিয় লেখক হারুকি মুরাকামি। তার বইয়ের কাটতি নজর কাড়ার মতো। মুরাকামির বই মানেই প্রকাশনা জগতে আলোড়ন। সবশেষ বইটির কথাই ধরা যাক। ২০২৩ সালের ১৩ এপ্রিলে প্রকাশিত হয়েছে হারুকি মুরাকামির নতুন উপন্যাস ‘দি সিটি অ্যান্ড ইটস আনসার্টেন ওয়ালস’। প্রকাশক জাপানি প্রকাশনী সংস্থা শিনকোসা। শুরুতে বইটি জাপানি ভাষায় প্রকাশিত হয়। পরে অন্যান্য ভাষায় অনুবাদ প্রকাশ করার কথা। বইটি বাজারে আসার আগেই এ নিয়ে আলোচনা ছিল। এর জাপানী সংস্করণের বিক্রি ঈর্ষণীয় বলা যায়। তবে বিস্তারিত জানা যায় না। এর ইংরেজি অনুবাদ ব্রিটেনে প্রকাশিত হবে আগামী নভেম্বরে। প্রকাশনা সংস্থা পেঙ্গুইন জানাচ্ছে ২৬ নভেম্বর বইটি প্রকাশিত হবে। তারা এর প্রচ্ছদের চূড়ান্ত ডিজাইনও প্রকাশ করেছে। বইটির আমেরিকান সংস্করণ প্রকাশের সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। এ নিয়ে লন্ডনে রয়েছে পাঠক মহলে চাঞ্চল্য। উপন্যাসটির শিরোনাম একই নামের আগের একটি ছোট গল্পের সাথে মিলে গেছে, যেটি বুংগাকুকাই (ইঁহমধশঁশধর) পত্রিকার সেপ্টেম্বর ১৯৮০ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এই ছোট গল্পটি মূলত পুনর্লিখন করা হয় এবং গল্পটি উপন্যাসের প্রথম অধ্যায় হয়ে ওঠে। এটি আকারে বিশাল একটি উপন্যাস। পৃষ্ঠা সংখ্যা এক হাজারের বেশি। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ‘কিলিং কমেন্ডেটোর’ উপন্যাস প্রকাশের পর এটিই মুরাকামির প্রথম বই। সাহিত্যে নোবেল পাওয়ার দাবিদার হিসেবে বেশ কয়েক বছর ধরে উচ্চারিত হচ্ছে মুরাকামির নাম। কিন্তু তিনি এ পুরস্কার পাননি। তবে নোবেল না পেলেও বিশ্বজুড়ে তার বই সর্বোচ্চ বিক্রির তালিকায় থাকে। তার আগেকার প্রতিটি বই প্রায় ৫০টি ভাষায় অনূদিত হয়েছে। বলতে গেলে তার ভক্তরা, তার পাঠকসমাজ মুরাকামি সাহিত্যে ডুবে যায়। ২০১৭ সালে ‘কিলিং কমেন্ডেটোর’ প্রকাশের দিন পাঠকের উপচে পড়া ভিড়ের কারণে টোকিওতে বইয়ের দোকানগুলো মধ্যরাত পর্যন্ত খোলা রাখতে হয়েছিল।


আরো সংবাদ



premium cement
জামালপুরে বউ-শাশুড়ি দ্বন্দ্বের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ২ ঈশ্বরদীর তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি, বেঁকে যাচ্ছে রেলপথ আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান ফতুল্লা ৮৩০ গার্মেন্টেস শ্রমিক বিরুদ্ধে মামলা শ্রীনগরে ২ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ টানা চতুর্থবার কমলো স্বর্ণের দাম দেশের রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা : সাবেক গভর্নর সালেহউদ্দিন বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৫ সোনারগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় নেপালের পানিবিদ্যুৎ কিনছে ভারত, বাংলাদেশের অগ্রগতি কতটুকু? ‘নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার’

সকল