২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


নন্দিনী আরজু রুবী

দ্বিধাহীন পাড়

-

লৌকিক ঘোর কেটে গেলে নদীর মুখোমুখি বসি
অথবা মাটির গভীর প্রশ্বাস ছুঁয়ে মুক্তির আকুতি শুনি,
হয়তো আহ্বান শেকড়ের বা শেষ ভগ্নাংশের...

অনিরীক্ষিত জীবনের চলাচল থামিয়ে,
ক্ষণ-আয়ু যাপনের নিষ্ফল অনুশীলন---
আর দেখা মৃত্যুতৃষা আগুনের ভিতর!
কিছু সান্ত¡নার বিশুদ্ধ তাপদগ্ধ মুক্তির পথ;
শীতল জল ছুঁয়ে ডুবের সান্নিধ্যে
নিঃশেষ আকাক্সক্ষার বাতুলতা।

হয়তো প্রারম্ভের রেশ আংশিক অশ্রুসিক্ত
পুণ্যজলে আলো ভাসে --- দূর নির্গমনে
মাটি শুষে নেয় আহত সিক্তবেদনা সব।
পুণ্যতীর্থের মাটি অথবা জল,
গন্তব্যের শেষ ঠিকানায় লেখে নাম,
আশ্চর্য দ্বিধাহীন ...।


আরো সংবাদ



premium cement