২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


প্রশ্নোত্তর

-

ফারহানা লিজা : প্রাকৃতিক কারণে যাদের সন্তান হয় না তাদেরকে যারা কটু কথা বলে; তাদের সম্পর্কে কিছু বলুন।
শায়খ আহমাদুল্লাহ : যাদের সন্তান হয় না তাদেরকে যারা কটু কথা বলেন তারা মূলত অন্যায় কাজ করেন, গর্হিত কাজ করেন, জঘন্য কাজ করেন এবং এর জন্য আল্লøাহর দরবারে শাস্তির মুখোমুখী হতে হবে। কুরআনে এসেছে, ‘আল্লøাহ যাকে ইচ্ছে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছে ছেলে সন্তান দেন আর যাকে ইচ্ছে ছেলে মেয়ে উভয়ই এবং যাকে ইচ্ছে ছেলে-মেয়ে কোনোটাই দেন না।’ সুতরাং সন্তান হওয়া না হওয়া পুরোটাই আল্লাহর ইচ্ছাধীন। তাই এমন একটি বিষয়ে কাউকে ভর্ৎসনা করা বা কটু মন্তব্য করা এটা নিতান্তই মূর্খতা। কুরআনে কারিমের সূরা আহজাবে আল্লøাহ বলেছেন, ঈমানদার পুরুষ এবং নারীর মনে এমন কারণে যারা কষ্ট দেয় বা ব্যাথা দেয় যাতে নারী-পুরুষের কোনো হাত নেই তারা বড় ধরনের অপরাধ বহন করে। এই আয়াতের আলোকে বোঝা যায়, সন্তান না হওয়ার কারণে কাউকে কটু কথা বলা গুনাহের কাজ। আল্লøাহ আমাদের বোঝার তাওফিক দান করুন।


আরো সংবাদ



premium cement