২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


মানিকগঞ্জে জসীম উদ্দিন স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মানিকগঞ্জে জসীম উদ্দিন স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - ছবি: নয়া দিগন্ত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী কালি নারায়ণ ইন্সটিটিউট মাঠে ডা. জসিম উদ্দিন স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শুক্রবার বিকেলে মনোমুগ্ধকর ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে হাজারো দর্শক মাতিয়ে টাঙ্গাইল জেলার কোহিনুর স্পোর্টিং ক্লাবকে ৭-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে ঢাকা জেপি রাইডার্স।

তেরশ্রী স্পোর্টিং ক্লাব আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, জেপি গ্লোবাল ট্রেডের চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলী মূর্তজা পলাশ।

টুর্নামেন্ট উদ্বোধন করেন পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ।

টুর্নামেন্টের আহ্বায়ক মনিরুল ইসলাম বাবুল বেপারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল আজিজ মিয়া, তেরশ্রী কে এন ইন্সটিটিউটের প্রধান শিক্ষক শামছুন্নাহার, সাবেক শিক্ষক সোমেশ্বর প্রসাদ রায় চৌধুরী, পয়লা ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব ভূঁইয়া, পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মণ্ডল, সাধারণ সম্পাদক সামিউল প্রধান, তেরশ্রী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট রুবেল হোসেন, সদস্য সচিব আবুল আজাদ হোসেন প্রমুখ।

জেপি রাইডার্স ক্রিকেট ক্লাব নামে আলী মর্জুতা পলাশের একটা ক্রিকেট ক্লাবও রয়েছে। তিনি এলাকার দরিদ্র মানুষের সহযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক সহযোগিতার জন্যে ইতোমধ্যেই এলাকার সর্বস্তরের মানুষের নিকট একজন জনদরদী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।

খেলায় জাতীয় ফুটবল দলের অধিনায়ক আশরাফুল আলম রানাসহ সাতজন খেলোয়াড় ও চারজন বিদেশি খেলোয়াড় অংশ নেয়। যা ফুটবল প্রেমীদের নিকট ছিল অত্যন্ত আকর্ষনীয়। মানিকগঞ্জসহ আশপাশের অন্তত ১০টি জেলার ১০ সহস্রাধিক দর্শক এ খেলা উপভোগ করেন।

তেরশ্রী স্পোর্টিং ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে মানিকগঞ্জসহ দেশের আটটি জেলার ফুটবল দল অংশ নেবে।


আরো সংবাদ



premium cement
দশমিনা ট্রাকচালককের হত্যা করে রড ছিনতাই : ২ দিনের রিমান্ডে শিক্ষক দূরদর্শনের লোগোর রং বদলে ‘গেরুয়া’ করা নিয়ে বিতর্ক মিরসরাইয়ে হিটস্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু শিক্ষার্থীদের শাসনের ব্যাপারে শিক্ষকদের যে অনুমতি দিলো ভারতীয় হাইকোর্ট গাজা যুদ্ধে ব্যর্থতা : পদত্যাগ করছেন ইসরাইলি সেনাপ্রধান কুষ্টিয়াতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত মুরাদনগরে বাস-সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত ৩ পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ১৫০০ কোটি টাকা গাজাবাসীর দৃঢ়তা দেখে ফরাসি কোচের ইসলাম গ্রহণ ইরাকে সমাকামিতার সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড

সকল