২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


রাজবাড়ীতে মোবাইল কোর্টের যৌথ অভিযানে জরিমানা আদায়

মোবাইল কোর্টের যৌথ অভিযান - ছবি সংগৃহীত

রাজবাড়ীতে বিভিন্ন ফল ও গ্যাসের দোকানে মোবাইল কোর্টের যৌথ অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।

বুধাবার মো: আসাদুজ্জামান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরীফুল ইসলাম (এডি) ভোক্তা, যৌথ অভিযানে রাজবাড়ী শহরে ফল ও গ্যাসের দোকানগুলোয় অভিযান পরিচালনা করেছেন। এ সময় তাদের অধিক মুনাফা না করে তরমুজের পাইকারি ও খুচরা বিক্রয়ে সাশ্রয়ী রাখার নির্দেশ দেয়া হয়।

এ সময় সরকার কর্তৃক ১২ কেজি গ্যাসের ধার্যকৃত মূল্য ৯০৬ টাকার চেয়ে বেশি রাখায় মো: আসাদুজ্জামানের তিনটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা, স্বাস্থ্য বিধি না মানায় একটি প্রতিষ্ঠান থেকে ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরীফুল পাঁচটি গ্যাস বিক্রয় প্রতিষ্ঠানকে মোট চার হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। অভিযান চলাকালে কিছু মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর সূর্য্য কুমার প্রামানিক রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস। পেসকার মো: শফিকুল ইসলাম রানা ও সবুজ হোসেন। জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে বলে জানানো হয়।


আরো সংবাদ



premium cement