০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


নরসিংদীতে দুই ইটিভাটা মালিকের ৪ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে দুই ইটিভাটা মালিকের ৪ লাখ টাকা জরিমানা - সংগৃহীত

নরসিংদীতে দুই ইটিভাটা মালিকের ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নওরীন হক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে জেলার রায়পুরা উপজেলার মাঝেরচরের মেসার্স মা মনি ব্রিকস ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা ও ইটভাটাটি পানি দিয়ে ধ্বংস করা হয় এবং বেলাব উপজেলার ইব্রাহিমপুরের মেসার্স পায়েল এন্ড শান্ত ব্রিকস ফিল্ডের (বর্তমান নাম-মেসার্স নাহিদ ব্রিকস ফিল্ড) মালিককে ৩ লাখ টাকা জরিমানা এবং এক্সকেভেটর দিয়ে ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ, জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নওরীন হক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement