২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


গাজীপুরে নতুন করে ১৪২ জনের করোনা শনাক্ত

গাজীপুরে নতুন করে ১৪২ জনের করোনা শনাক্ত -

গাজীপুরে নতুন করে গত ২৪ ঘন্টায় আরো ১৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮১৫ জনে। এদিন ২৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের রিপোর্ট পজেটিভ আসে।  জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন। শনিবার বিকালে গাজীপুর সিভিল সার্জন মো: খায়রুজ্জামান এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গাজীপুরে ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪২ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরে সর্বাধিক ১৩৩ জন। এছাড়া কেবলমাত্র কালীগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৯ জন। কাপাসিয়ায় ও কালিয়াকৈরে ২৪ ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

গাজীপুরে মোট আক্রান্তদের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩২৯ জন, কালীগঞ্জে ২২৪, কাপাসিয়ায় ১৬২, শ্রীপুর উপজেলায় ২৭৭ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৮২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২৭ জন।

গাজীপুরের সিভিল সার্জন মো: খায়রুজ্জামান বলেন, গাজীপুর জেলায় শনিবার পর্যন্ত ১৯ হাজার ৭৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ হয়েছে ২ হাজার ৮১৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।


আরো সংবাদ



premium cement